বইটি শুরুর দিকে Supportive Grammar সংযোজন করা হয়েছে। Test Item-গুলো যথাযথভাবে অনুশীলন করতে গিয়ে শিক্ষার্থীদের যতটুকু Grammar জানা প্রয়োজন তা এ অংশে সংযোজন করা হয়েছে। উদাহরণস্বরূপ উল্লেখ্য যে, Ques.4: Gap filling with clues-এর উত্তর করার জন্য একজন শিক্ষার্থীর word formation জানা প্রয়োজন। Grammer-এর এ জাতীয় বিষয়গুলো এখানে অত্যন্ত যত্নসহকারে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীদের অনুশীলনের সুবিধার্থে প্রশ্নগুলো Question-wise সন্নিবেশ করা হয়েছে। প্রতিটি Item-এর জন্য বোর্ড পরীক্ষা, ক্যাডেট ও সেরা কলেজসমূহের টেস্ট পরীক্ষার প্রশ্ন সংযোজন করা হয়েছে।প্রতিটি প্রশ্নের সঙ্গে যোগ করা হয়েছে Board ও কলেজের নাম ও সাল। ফলে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারবে কোন Item-এর কোন প্রশ্নগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। বইটির Model Question-গুলো দেশসেরা কলেজসমূহের টেস্ট পরীক্ষার প্রায় দুই শতাধিক প্রশ্ন যাচাই-বাছাই ও সমন্বয়ের মাধ্যমে সংকলিত। শিক্ষার্থীরা Question-wise Board ও Test Question-গুলো অনুশীলনের পর Final Preparation-এর জন্য Model-গুলো অনুশীলন করবে। যেহেতু Model-গুলো দেশের খ্যাতনামা কলেজসমূহের অসংখ্য অভিজ্ঞ শিক্ষকের মেধার প্রতিফলন ঘটেছে, তাই Model-গুলো যথাযথভাবে অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা আশান্বিত ফলাফল লাভ করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।