আজকের পরিবর্তিত বিশ্বে একটি চাপপ্রতিরোধী মস্তিষ্কই হলো সেরা মস্তিষ্ক, যাতে বিকশিত, উপযুক্ত, সংযুক্ত ও উজ্জীবিত থাকা যায়। স্ট্রেস-প্রুফ মস্তিষ্ক হলো আপনার জন্যে একটা খেলা। যদিও আপনি নেতিবাচক ঘটনা ও অতীতের ভুলগুলো মুছে ফেলতে পারবেন না, তবু আপনি এই অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নিতে পারেন এবং আপনার জীবনপথে এগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনি অভ্যন্তরীণ প্রশান্তি তৈরি করতে পারেন, স্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাস গড়ে তুলতে পারেন এবং নিজেকে দীর্ঘপথে ভ্রমণোপযোগী রাখার জন্যে স্পষ্ট চিন্তা-ভাবনা করতে পারেন। এই বইটিতে আপনি যে দক্ষতাগুলো শিখবেন, তা আপনাকে শান্ত হতে সাহায্য করবে। আপনি রিলিফ পাবেন মস্তিষ্কের স্বয়ংক্রিয় চাপের প্রতিক্রিয়া, অতিরিক্ত উদ্বেগ ও রাগ থেকে। এর ফলে আপনার মস্তিষ্কের আরো যুক্তিযুক্ত অংশগুলো উঠে আসার সময় পায় এবং আরো মননশীল প্রতিক্রিয়া তৈরি করে। এই বইয়ের অনুশীলনগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে আপনার মস্তিষ্ক ফলপ্রসূভাবে চাপ মোকাবিলা করতে শিখবে। ফলে জীবনের চাপগুলো অদম্য হুমকির পরিবর্তে পরিচালনা যোগ্য চ্যালেঞ্জ হয়ে উঠবে। আপনি এমনকী কিছু উত্তেজনাও অনুভব করতে পারেন এই ভেবে যে, জীবনে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছেন, সেগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পেরেছেন।
মেলানি গ্রিনবার্গ পিএইচডি, যুক্তরাষ্ট্রের মেরিন কাউন্টির সিএ-র একজন অনুশীলনকারী মনোবিজ্ঞানী ও নির্বাহী প্রশিক্ষক। তিনি স্নায়ুবিজ্ঞান, মননশীলতা এবং জ্ঞানীয় আচরণগত থেরাপি (সিবিটি) থেকে প্রমাণিত কৌশলগুলো ব্যবহার করে স্ট্রেস, স্বাস্থ্য এবং সম্পর্ক পরিচালনায় একজন বিশেষজ্ঞ হিসেবে খ্যাতি পেয়েছেন। অধ্যাপক লেখক, গবেষক, চিকিৎসক এবং প্রশিক্ষক হিসাবে বিশ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার। তিনি সাইকোলজি টুডে-র জন্য মাইন্ডফুল সেলফ-এক্সপ্রেস ব্লগ লিখেছেন এবং একজন জনপ্রিয় মিডিয়া বিশেষজ্ঞ। সিএনএন ও ফোর্বসসহ বিভিন্ন মিডিয়ায় তিনি একজন সফল ব্যক্তিত্ব। তিনি 'আবেগীয় বুদ্ধিমত্তার সাথে নেতৃত্ব দেয়া', 'আমাদের পরিচিত সেরা মানুষ', 'অভ্যন্তরীণ নিরাময়কারী এবং 'ব্যথার মাধ্যমে জীবন জয়' এর মতো রেডিও শোতেও উপস্থিত থাকেন। টুইটারে অনুসরণ করার জন্য ৩০ জন বিশিষ্ট মনোবিজ্ঞানীর মধ্যে গ্রিনবার্গের নামও রয়েছে