সূচি * সূর্যের দিকে বেকে যাওয় ঘোড়াগুলো কোনদিন ভাত খেয়ে দেখেনি * ভাতের মাথায় ঢুকে গেল দস্যু ভাতেরা,আর সেসব ভাতেরা কেঁদে কেঁদে * যে ভাত গুলো জীবানুকে ভালোবেসে দেহের ভেতর ডেকে আনল সর্বনাস * তারপর ভাতগুলো বলল, আমরা ভূখন্ডের পাহারাদার * এবং ঐ সব ভাতের মুখোমুখি হাওয়া গেল ,যারা পূর্ব জনমে ছিল * মানুষ সম্পর্কে কি তোমাদের কিছুই বলার নেই? দেখুন আমরা হারানো * অন্তর ভাঙ্গা ভাতটি বলল ,অন্তরের অবুঝ দেখে তুমি কি * তবে কি আত্নার ভেতর আমাদের নাচের গল্পটা বলল * ভাতগুলো আজও ভুলতে পারে না তারা মশা ছিল,মাছি ছিল * জীবতদের টিফিন বক্সের ভাতগুলো হঠাৎ বলে উঠল * আমার নাম ভাত ,আমার ধর্ম আত্নাহুতি। খুদার কাঠগড়ায় দাঁড়িয়ে * অচেনা ভাতগুলো ছত্রিশখুদা ভেদ করে নেমে এল নগরীর নিশুতি * এই বুকে যত ভাতের স্বরবর্ণ তারই আগুন জেগে থাকে দেবতাদের * এইতো আগুন দিয়ে আমার চুমুগুলো পুড়িয়ে ফেলছি * যুদ্ধের দিকে পা করে শুয়ে আছে যে মেরুদন্ড তার নাম কি জান * তোমাকেই বলছি ও অপমানিত পাথর ,এই অন্তর খেকে অর্ধপোড়া চাকু * ঘড়ির সাথে সম্পর্ক ছিন্ন করে ভাত গুলো চলে এসেছিল মরা মানুষের * আত্নসন্ধানের বহুগামী পথে অন্ধভাতেরা এবার দেখতে পেল * আমাদের দেহ খনন করে ভাত ছাড়া আর কোনো সত্য পাওয়া যায় না * এমন করুনা জেগে থাকে আমাদের জীবনের যার ভেতর ওড়ে শুধু ভাতের * ভোজন সভায় মৃত্যু গামী ভাতটি যখন কথা বলছিল তখন সবকিছু গর্ভবতী * পাগলা গারদের ভাতগুলো কত রকমের চালাকি জানে ,গান গায়,নাচে * বর্জ্য খানায় ছুড়ে ফেলা ভাতগুলো পৃথিবীর দিকে তাকিয়ে এক পলক * তোমরা ভালো করেই জানো আমরা ভাতের জাত ,আমাদের হাত নেই * এসো এসো সমবেত হও আমাদের যাঁতাকলে যেতে হবে * আমরা সেই সৌভাগ্য ভাত জাতি যারা আগুন পানি একসাথে খাই * অনাদিকালের রক্তপিঠে ওই উড়ে যায় ভাতের কবুতর * কোনো একভাত তাদের প্রার্থনাসভায় বলেছিল * এ দেহের কক্ষপথ ভরে গেছে ভাতের দেনায় ,কেউ কি তা জানে * অনেক রসিকাতার ছলে জলসাঘরে ঢুকে গিয়েছিল ভাত * থালার ওপর ভাতগুলো কত কিসের কীর্তি জানে * যতই ঘোরাই এদেহের ভুগোল তার সবখানে ভাতের ভরাডুবি * প্রিয় ভাত , এই যে তুমি শাড়ি পরে দাঁড়িয়ে আছ আমার থালার উপর * প্রকৃত অন্ধকার ভেঙ্গে গেলে ভাতগুলো কৃতদাস হয়ে ওঠে... * ভাতের চোখ ফোটা নিয়ে বেড়ে গেল বিরোধ * ভাতের মা কাঁদতে জানে না এই মর্মে পৃখিবীতে যত বাঁশি বেজেছিল * এই মাত্র ভাতের ইন্দ্রজাল খুলে দেখলাম সেখানে কোনো মহাকাল * ভাতের সখির চুল বেঁধে দিয়েছিলাম আমি। আর চুল বাঁধতে বাঁধতে * কোনো এক চক্র থেকে ছিটকে পড়া ভাতের সর্বনাশ ধীরে ধীরে বড় হয় * তখন আর কত হবে?ধরুন পৃথিবীর ভোররাতের চরিতেছে যজ্ঞের * মদ্যখানার দবির সরকার কোনো এক মৃত্যুর মানিক। মদ তো ভাতের মমি রস * সাধুর হাটে সর্বনাশ হয়েছে ভাতের বোষ্টুমি ভুলে গেছে সব গান * জীবন প্রশ্নের মুখে ফুটল কত গন্ধমের ফুল্।আর ভাতের গায়ে * মেঘের গায়ে এতো ভাত জমে আছে দেখি নাতো কোনোদিন * আজ মৃত্যুবার । আজ কাঙালের আকাশে নেমে আসবে নিরন্তর ভাত * এই যে কানার হাটে জ্বলছে বাতি এ আলো ভাতের স্বদিচ্ছা * আজ একট সমাবেশ আছে ,প্রাচ্যের সকল ভাতের থালার সমাবেশ * পৃথিবীর আলো অন্ধকার খুঁজে খুঁজে অবশেষে একটা ভুল জনগোষ্ঠীর * কারা যেন ভাত ভাত করে নিজের ক্ষুদা বন্ধক রেখেছিল তালপাতার * ভাতের শেষ বচনের আটকে গেল শেষ নিশ্বাসের সরু গলিতে