ইসলামে ধর্মীয় জীবন আচরণ সম্পর্কিত বাংলায় লেখা যে-সমস্ত বই আমাদের দেশে সাধারণত পাওয়া যায়, তার বেশিরভাগই অতি-প্রয়োজনীয় ধর্মীয় আচার-আচরণ, রোযা, নামায, হজ, যাকাত ইত্যাদি বিষয়ে নিয়ম-কানুন, বিধিবিধান, দোয়া-দরূদ সম্পর্কিত। উক্ত বিষয়গুলো নিঃসন্দেহে অতিশয় দরকারি এবং ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেক নর-নারীর জানা থাকা এবং তা’ বাস্তবে প্রয়োগ করা অবশ্য কর্তব্য। কিন্তু আদর্শ একজন মুসলমান হতে হলে শুধু এই কাজগুলোই যে যথেষ্ট নয়, তা প্রত্যেক মুসলমানের জানা ও বাস্তব জীবনে অনুসরণ করাও জরুরি। বর্তমান বইটির লেখক জনাব একেএম শামসুদ্দীন একজন প্রাক্তন সচিব। তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সহ বিএ ও এমএ এবং এলএলবি ডিগ্রি লাভ করার পর বিসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে প্রবেশ করেন এবং একাধিক মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করে অবসরে যান। তার পূর্বে তিনি মাদ্রাসা শিক্ষার উচ্চতর ডিগ্রি লাভ করেন। আরবি, উর্দু ও ফার্সি ভাষায় তাঁর দখল ঈর্ষণীয়। তিনি ৩৭টি বিষয়ে কোরআন-হাদীসের আলোকে মানব সৃষ্টির উদ্দেশ্য থেকে শুরু করে ধৈর্য্য, হিংসা-বিদ্বেষ, মিথ্যাচার, অহংকার, ন্যায়বিচার, বিনয়, ন¤্রতা, জ্ঞান সাধনা, ব্যবসা-বাণিজ্য, কোরআন ও বিজ্ঞান, সত্যবাদিতা ইত্যাদি সম্পর্কে একজন মুসলমানের যেসব গুণ থাকা দরকার এবং যেসব দোষ থেকে বেরিয়ে আসা প্রয়োজন, পবিত্র কোরআন ও হাদীসের পবিত্র বাণী দিয়ে তা’ পাঠকের সামনে তুলে ধরেছেন। এই গুণগুলো থাকা এবং দোষগুলো থাকলে তা পরিহার করা শুধু মুসলমানের নয়, যে-কোনো মানুষের জন্য অত্যন্ত জরুরি। সে কারণে এই বইটি যে-কোনো ধর্মানুসারীদের জন্য নিঃসন্দেহে একখানি অত্যন্ত উপকারী বই হবে বলে আমাদের বিশ্বাস।