“পূর্বাপর ১৯৭১ পাকিস্তানি সেনা-গহ্বর থেকে দেখা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ বেঙ্গল রেজিমেন্টের পথিকৃৎ অফিসারদের একজন হিসেবে মেজর জেনারেল মুহাম্মদ খলিলুর রহমান পাকিস্তান সেনাদলে অধিষ্ঠিত হয়েছিলেন উচ্চপদে। দীর্ঘকাল সেনাবাহিনীতে কর্মকালে পাকবাহিনীর ভেতর। কাঠামাের ঘনিষ্ঠ পরিচয় তিনি লাভ করেছিলেন। অবিভক্ত বাংলার প্রেসিডেন্সি কলেজের স্নাতক যখন সেনাবাহিনীতে যােগ দেয় তখন এক ব্যতিক্রমী সত্তার প্রকাশ আমরা দেখতে পাই। পাকবাহিনীতে তিনি কৃতিত্বের সঙ্গে স্টাফ কলেজের। শিক্ষা সমাপন করেন, বাঙালি অফিসার হিসেবে বৈষম্যের শিকার হলেও সামরিক রণনীতি নির্ধারণে চিন্তাশীলতার। প্রয়ােগে তার দক্ষতা ব্যবহার না করে সেনাবাহিনীর গত্যন্তর ছিল না। তাই তিনি ব্রিগেডিয়ার হিসেবে যুদ্ধ-পরিকল্পনা | প্রণয়নের কাজে যুক্ত থেকেছেন এবং কাছে থেকে দেখেছেন। পদস্থ পাকিস্তানি জেনারেলদের। ১৯৭১ সালে রাওয়ালপিণ্ডি। আর্মি সদর দপ্তরে এহেন দায়িত্বে নিয়ােজিত বাঙালি অফিসারকে কার্যত দাপ্তরিক কাজ থেকে দূরে সরিয়ে রাখা। হয় এবং পরে আটক করা হয় বন্দিশিবিরে। পাকিস্তানি। সেনা-গহ্বরে অতিবাহিত দিনগুলাের কথা এই প্রথমবারের মতাে ব্যক্ত করলেন তিনি এবং সেই সূত্রে একাত্তরের পাকবাহিনীর ভেতরমহলের অজানা বিভিন্ন দিক এখানে উদঘাটিত হয়েছে। কেবল সামরিক ইতিহাস বিবেচনায়। নয়, পাকিস্তান যুগ এবং তকালীন সামরিক-রাজনৈতিক ইতিহাসের অনেক উপাদান মিলবে এই গ্রন্থে। ইতিহাস নিয়ে যারা চিন্তাভাবনা করেন, সমরশক্তির গঠন ও মনস্তত্ত্ব যাদের বিবেচ্য তাঁদের বারবার। ফিরতে হবে এই গ্রন্থের কাছে।
জন্ম ১৯২৭ সালে বর্তমান জামালপুর জেলার নান্দিনায়। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক। পাকিস্তান সেনাবাহিনীতে যােগ দেন ১৯৪৮ সালে । উচ্চতর প্রশিক্ষণ নেন ক্যাম্বারলির বিখ্যাত ব্রিটিশ স্টাফ কলেজে। পাকিস্তান সেনাবাহিনীতে নানা পদে কৃতিত্বের পরিচয় দেন। ১৯৭১ সালে রাওয়ালপিণ্ডিতে আর্মি সদর দপ্তরে কর্মরত থাকাকালীন প্রথমে তাকে দাপ্তরিক কাজ থেকে সরিয়ে রাখা হয়, পরে আটক করা হয় বন্দীশিবিরে। ১৯৭৩ সালের ডিসেম্বরে দেশে ফিরে এলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে বিডিআর (বর্তমান বিজিপি)-এর মহাপরিচালক নিযুক্ত করেন। তিনি এ দায়িত্ব পালন করেন ১৯৭৫ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত। পাকিস্তানে বন্দীজীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা তাঁর পূর্বাপর ১৯৭১ : পাকিস্তানি সেনা-গহ্বর থেকে দেখা বইটি ২০০৯ সালে প্রকাশিত হয় । ২০০৯ সালের ২০ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।