পরম করুণাময় অসীম দয়ালু আলাহ তায়ালার অশেষ রহমতে একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের অন্যতম পঠিত বিষয় ‘পৌরনীতি ও সুশাসন’ দ্বিতীয় পত্র বইটির পঞ্চম সংস্করণ প্রকাশ করতে সক্ষম হয়েছি। আগে এ বিষয়ের নাম ছিল ‘পৌরনীতি’। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে পৃথিবী আজ অনেক দূর অগ্রসর। বর্তমান নাগরিকের সমস্যা এবং শাসন ব্যবস্থার ধরন সব কিছুতেই অনেক পরিবর্তন সাধিত হয়েছে এবং হচ্ছে। এ বিষয় মাথায় রেখেই বর্তমান পাঠ্যক্রমে বইটির নাম পরিবর্তন করে ‘পৌরনীতি ও সুশাসন’ করা হয়েছে। একাদশ-দ্বাদশ ছাত্র-ছাত্রীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘পৌরনীতি ও সুশাসন’ পরষ্পরের সহযোগিতার মাধ্যমে কীভাবে সুন্দর, সুস্থ ও সুসংগঠিত সমাজ বিনির্মাণ করা যায়, সুশাসন ও সাধারণ জনগণের মধ্যে দেশপ্রেম ও রাজনৈতিক চেতনা বৃদ্ধি করা যায় পৌরনীতি ও সুশাসন সে সম্পর্কে আলোচনা করে। তাই পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ অনেক বৃদ্ধি পেয়েছে। ‘পৌরনীতি ও সুশাসন’ বইটি রচনার ক্ষেত্রে তথ্য নির্ভুল করার জন্য দেশি-বিদেশী অনেক লেখকের বইয়ের সহযোগিতা নেয়া হয়েছে। আমরা তাদের নিকট চিরকৃতজ্ঞ। সর্বোপরি বইটি রচনার ক্ষেত্রে অনিচ্ছা সত্তে¡ও কোনো প্রকার ভুল ত্র“টি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বইটির মান উন্নয়নে সর্বদায় আমরা বদ্ধপরিকর।
মোঃ আবদুল্লাহ আল মাহমুদ বি.এস.এস. (সম্মান) এম.এস.এস, ঢাবি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (মাস্টার ট্রেইনার) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ কালকিনি, মাদারীপুর। প্রধান পরীক্ষক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা পরীক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা। পরীক্ষক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর।