অনেকটা নীল, অনেকটা নতুন আকাশ। যেখানে গোধূলী পেরিয়ে রাতও আসে। রাত পেরিয়ে ভোর। হয়তো জীবনের রঙে ভোর সাজিয়ে রাখে পুষ্পহার। কবিতার কাছে কিছু ঘ্রাণ ছড়িয়ে যায়। তখন কবি লিখছেন : 'আকাশের এক ভাঁজে রোদের বাগান।' সৌমিক বড়ুয়া অর্ক বিষণ্ণ দিনেও রোদের কাছে জীবনকে তুলে রেখেছেন। অস্থির। চতুর্দিকে এতো তাল-মাতাল। জিরোচ্ছে না মন। প্রশান্তি নামুক। বৃষ্টি আসুক। ভিজে যাক ফুলের শরীর। রোদের পাল যাচ্ছে ক্ষয়ে কবিতার বইয়ে অসংখ্য প্রেমের কুসুম কুড়িয়ে রাখা আছে। প্রিয়-অপ্রিয় কথা অনাবিল হতে হতে নুইয়ে পড়ছে। কবিতাগুলো সরল রৈখিক মেঘ থেকে মুক্ত রাখতে চেয়েছেন কবি। কবির সাথে কবিতার পার্থক্য শুধু সময়ের। সময় ও অভিজ্ঞতার মধ্যদিয়ে কবিতা হয়ে ওঠে। হয়তো কবি এই ভ্রমণানন্দের ভেতর দিয়ে যেতে যেতে পেয়ে যাবেন জীবনের অভ্যর্থনা, উচ্ছ্বল কিছু পংক্তি। কবিতায় কবিমনের কলহাস্য ভেসে থাকে। হয়তো এই বইটি তার পরিচয় বহন করে। ছায়াহীন মনের কাছে বৃক্ষের অস্তরাগ বেজে চলে। হয়তো বিভেদ রেখে, নয়তো ভুলে যেতে যেতে রেখে যায় স্মৃতির পরাগ। নতুন আকাশ ঠিক নতুন কবিতায় জেগে থাকে। পৃথিবীব্যাপী শতরকম উপযোগ ভাবিয়ে তুলে, জাগিয়ে তুলে কখনো শূন্যতা বা হতাশ বিরাজ করে। সেই সময়ের মনের আরামকে সামনে নিলে শুধু থাকে কবিতা। সৌমিক বড়ুয়া অর্ক কবিতায় তার মতো করে পাঠকের সামনে ছায়া ফেলে ফেলে এক দীর্ঘ তট তৈরি করতে চেয়েছেন। কবিতায় ভালো লাগা শুধু জীবনকে মিলিয়ে নেয়া। .. মনিরুল মনির °°°°°°°°°°°°°°°°°° "সৌমিক বড়ুয়া অর্ক" তিনি ২০০৫ সালের ৯ জুলাই জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি থানার অন্তর্গত হাইদচকিয়া গ্রামে। তার পিতা তাপস কান্তি বড়ুয়া এবং মাতা মৃত শিমলা বড়ুয়া। তিনি ১০/১১ বছর বয়স থেকেই তার এক গৃহ শিক্ষক দীপ বড়ুয়া শুভ'র অনুপ্রেরণায় কবিতা লেখা শুরু করেন। যা এখনো চলমান রয়েছে। তিনি চট্টগ্রামের স্বনামধন্য সিএমপি স্কুল এন্ড কলেজ থেকে ২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি পাস করেন। তাছাড়া তার কবিতার পাশাপাশি সংগীতের সাথেও মিতালী হয়। তার সংগীতের হাতেখড়ি হয় চিটাগাং ক্যাম্পাস নামক এক সংগীত প্রতিষ্ঠানে। এরপর তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য সংগীত পরিষদে দীর্ঘ ২ বছর যাবৎ আবৃত্তি এবং শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছিলেন। তিনি বর্তমানে উপমহাদেশের সংগীত বিশারদ উস্তাদ নীরদ বরণ বড়ুয়ার সুযোগ্য কন্যা ফাল্গুনী বড়ুয়া অলি'র কাছে শাস্ত্রীয় সংগীতে তালিমরত আছেন। তার কবিতা বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে এবং নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশন করছেন।