শিশুরা আগামী দিনের নাগরিক। আগামীতে তারাই হবে এ বিশ্বের চালিকাশক্তি। সুতরাং তাদের মনের সুকুমার বৃত্তিগুলো জাগিয়ে দেয়ার দায়িত্ব তাদের মা-বাবা, শিক্ষক-অভিভাবকদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা শিশুদের সুশিক্ষা দাও. কেননা তারা তোমাদের পরবর্তী যামানায় বসবাস করবে।” তিনি আরো বলেছেন : “শিশুদের খেলনা উপহার দেয়া দুর্ভিক্ষ পীড়িত এলাকায় ত্রাণ সাহায্যদানের মত।” তিনি বলেছেন : “তোমাদের কারো মেয়ে এবং ছেলে শিশু থাকলে সে যেন উপহার এনে মেয়েকেই প্রথমে দেয়।” (দেখুনÑ ইউনিসেফ প্রকাশিত ‘ইসলামে শিশু পরিচর্যা’)। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস ভা-ার থেকে ছোটদের উপযোগী কিছু হাদীস নিয়ে এ সংকলনটি প্রস্তুত করা হলো। শিশুরা যাতে সুস্থ চিন্তা, পরিষ্কার-পরিচ্ছন্ন দেহ-মন, মানবতাবাদের দীক্ষা গ্রহণ করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সে উদ্দেশ্যেই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি শিশুদের পিতামাতা ও অভিভাবকগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্বলিত এ ক্ষুদ্র পুস্তকটি তাঁদের সন্তানদের উপহার দিয়ে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবেন।এসে