আধুনিক গণতন্ত্রের মৌল উদ্দেশ্য হচ্ছে প্রশাসন যন্ত্রের সর্বস্তরে জনগণের অংশগ্রহণ। আজকের প্রতিনিধিত্বশীল সরকারের যুগে এর অর্থ হচ্ছে প্রশাসনের সর্বস্তরে নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনপ্রতিধিগণই মুখ্য ভূমিকা পালন করবেন। রাষ্ট্রের উদ্ভবের পর থেকেই লক্ষ করা গেছে যে ক্ষমতা ও কর্তৃত্বকে কেন্দ্রীভূত করে রাখাই হচ্ছে প্রধান প্রবণতা। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিস্তৃতির সাথে সমন্বয় সাধন করতে গিয়ে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে রাষ্ট্রীয় প্রশাসনে আরও অধিকতর জনসম্পৃক্তির জন্য বর্তমান যুগে প্রশাসনের বিকেন্দ্রীকরণ একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিগণিত হচ্ছে। বিশ্বের প্রায় সব দেশেই কেন্দ্রীয় শাসন, প্রাদেশিক শাসন এবং সর্বনিম্ন পর্যায়ে গ্রাম বা শহরের এলাকাভিত্তিক শাসন লক্ষ করা যায়। বাংলাদেশেও একদিকে রয়েছে কেন্দ্রীয় শাসন, অপরদিকে রয়েছে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহর এলাকা পর্যন্ত স্থানীয় পর্যায়ে কর্তৃত্বসম্পন্ন শাসনব্যবস্থা। বাংলাদেশ এলাকাভিত্তিক সীমিত কর্তৃত্বসম্পন্ন এই শাসনব্যবস্থা দুভাগে বিভক্ত। যথা: (ক) স্থানীয় শাসন ও (খ) স্থানীয় স্বায়ত্তশাসন।
Title
বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন - রাষ্ট্রবিজ্ঞান বিভাগ - অনার্স চতুর্থ বর্ষ