কেমন হবে যদি কোনো এক সকালে আপনার ঘনিষ্ঠ বন্ধু ফোন দিয়ে বলে—আজ একটা খুন হতে যাচ্ছে। আর সে চায়, আপনি তার সাথে অকুস্থলে গিয়ে গোপনে ঘটনাটি দেখেন? হ্যাঁ, লেখক তাকাহাশির সাথে এমন-ই অদ্ভুত ঘটনা ঘটেছে বটে। সাহিত্যিক তাকাহাসি যখন একটা লেখা নিয়ে সারারাত কাটিয়ে দিয়েছে, তখন সকালে শোনোমুৱা তাকে ফোন দিয়ে ঠিক এই কথাটাই বলল। কিন্তু তাকাহাশি যে তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। কারণ বছরের একটা সময় শোনোমুরার মাঝে পাগলামি জেগে ওঠে। এই অবস্থায় বন্ধুকে একা সেখানে যেতেও দিতে পারে না তাকাহাসি। অবশেষে শোনোমুৱার বাড়ি পৌঁছার পর তাকাহাশি জানতে পারে: এডগার অ্যালান পোর 'গোল্ড বাগ' গল্পের ক্রিপ্টোগ্রাফের মতো সংকেত দেয়া একটা কাগজ পেয়েছে শোনোমুরা, যাতে লেখা—খুনটা কোথায় হবে। বন্ধুর ঠিক সামনেই দুজন মানুষ করেছে পরিকল্পনাটা। সমস্যা হলো, মানসিক রোগাক্রান্ত বন্ধুকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না তাকাহাসি। কিন্তু অবশেষে সিদ্ধান্ত নিলো: শোনোমুরার সাথে যাবে সে। তার মতোই আপনারাও নিশ্চয়ই জানতে চান, আসলেই কি সেদিন খুন হয়েছিল? নাকি পুরোটাই ছিল শোনোমুরার মানসিক অসুস্থতা থেকে উদ্ভূত একটা গল্প মাত্র?