বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি অনেকদিন ধরেই। এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সময়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ, জনতার যাপিত জীবন, কবি মনের দ্রোহ-যন্ত্রণা ও অপ্রাপ্যতার আহাজারিই প্রকাশিত হয়েছে। যদিও তার মতো মহাসিন্ধুকে কাব্যের ভাষায় ধারণ করা শুধু কঠিন নয় আমার জন্য অসাধ্যও বটে। তবুও শ্রদ্ধা ও ভালোবাসায় অবনত চিত্তের জমাকৃত আবেগাশ্রু সেই মহাসিন্ধুর বিস্তৃত সৈকতে সমর্পণ করতে পেরে আমি ধন্য হলাম। আমার লেখায় বঙ্গবন্ধুর পর্বতসম ব্যক্তিত্বের সমীপে উচ্চারিত প্রতিটি বর্ণমালায় তাকেই স্পর্শ করার অক্লান্ত চেষ্টা করেছি মাত্র। জানিনা কতটা পেরেছি। তবে আমার বিশ্বাস এই গ্রন্থের কিছু কবিতা পাঠক সমাদৃত হবে এবং এ যাবতকালে বঙ্গবন্ধুকে নিয়ে যত কবিতা যত গান প্রবন্ধ -উপন্যাস লেখা হয়েছে সেই তালিকাকে আরও সমৃদ্ধ করবে। আগস্ট মানে রক্তস্নাত বাংলা, ১৯৭৫-এর ১৫ আগস্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যগণ নির্মম হত্যার শিকার হয়েছিলেন। বাঙালি জাতিকে আজন্মকাল সেই কলঙ্ক, সেই কষ্ট বয়ে বেড়াতে হবে। আমার এই কাব্যগ্রন্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও ’৭৫-এর সকল শহিদের পদতলে নিবেদন করছি। কাব্যগ্রন্থটি প্রকাশনায় সার্বিক সহযোগিতার জন্য মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।