ভাইসব! বয়সের এই পুঁজি দিনরাত। সকাল-সন্ধ্যা শেষ হয়ে আসছে। মানুষ প্রতি পদক্ষেপে মৃত্যু এবং নিজের আখেরি মঞ্জিল কবরের দিকে এগিয়ে চলেছে। কিন্তু আফসোস। যে ভুলক্রমে কখনো চিন্তাও করে না এবং এদিকে মনোযোগও দেয় না যে অনতিবিলম্বেই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তারপর বিরান ভ‚মি সুনসান কবরস্থানের অন্ধকার ঘাঁটিতেই তাকে থাকতে হবে। এ বিষয়ে চিন্তা ও ভাবনার জন্য এই পুস্তক ‘কবর কি পহেলি রাত’ (কবরের প্রথম রাত), যা আপনাদের হাতে আছে, কবরস্থানে বসে অনেক পরিশ্রমসহকারে মুসলমান ভাইদের কল্যাণার্থে লিখেছি এবং প্রকাশ করিয়েছি। অতএব, শুরু থেকে শেষ অবধি পুরো বইটি মনোযোগ দিয়ে পড়–ন, অন্যদের শোনান এবং তারপর আমলও করুন। আমার মতো দীনহীন গরিবের কথাও দোয়ায় স্মরণ করবেন। সম্ভবত, খোদাবন্দ করিম আপনারই দোয়ায় আমার দোষত্রæটি মার্জনা করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকে এর উপযুক্ত বদলা দেবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন এ বইটি মুসলমান ভাইবোনদের জন্য সুফলদায়ক করে দেন এবং নাজাতের মাধ্যম বানিয়ে দেন। আমিন! আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরি ওয়া আজাবি জাহান্নাম। কিয়া রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া আন্তা খাইরুর রাহিমিন। ভাইসব! বয়সের এই পুঁজি দিনরাত। সকাল-সন্ধ্যা শেষ হয়ে আসছে। মানুষ প্রতি পদক্ষেপে মৃত্যু এবং নিজের আখেরি মঞ্জিল কবরের দিকে এগিয়ে চলেছে। কিন্তু আফসোস। যে ভুলক্রমে কখনো চিন্তাও করে না এবং এদিকে মনোযোগও দেয় না যে অনতিবিলম্বেই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তারপর বিরান ভ‚মি সুনসান কবরস্থানের অন্ধকার ঘাঁটিতেই তাকে থাকতে হবে। এ বিষয়ে চিন্তা ও ভাবনার জন্য এই পুস্তক ‘কবর কি পহেলি রাত’ (কবরের প্রথম রাত), যা আপনাদের হাতে আছে, কবরস্থানে বসে অনেক পরিশ্রমসহকারে মুসলমান ভাইদের কল্যাণার্থে লিখেছি এবং প্রকাশ করিয়েছি। অতএব, শুরু থেকে শেষ অবধি পুরো বইটি মনোযোগ দিয়ে পড়–ন, অন্যদের শোনান এবং তারপর আমলও করুন। আমার মতো দীনহীন গরিবের কথাও দোয়ায় স্মরণ করবেন। সম্ভবত, খোদাবন্দ করিম আপনারই দোয়ায় আমার দোষত্রæটি মার্জনা করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকে এর উপযুক্ত বদলা দেবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন এ বইটি মুসলমান ভাইবোনদের জন্য সুফলদায়ক করে দেন এবং নাজাতের মাধ্যম বানিয়ে দেন। আমিন! আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরি ওয়া আজাবি জাহান্নাম। কিয়া রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া আন্তা খাইরুর রাহিমিন।ভাইসব! বয়সের এই পুঁজি দিনরাত। সকাল-সন্ধ্যা শেষ হয়ে আসছে। মানুষ প্রতি পদক্ষেপে মৃত্যু এবং নিজের আখেরি মঞ্জিল কবরের দিকে এগিয়ে চলেছে। কিন্তু আফসোস। যে ভুলক্রমে কখনো চিন্তাও করে না এবং এদিকে মনোযোগও দেয় না যে অনতিবিলম্বেই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তারপর বিরান ভ‚মি সুনসান কবরস্থানের অন্ধকার ঘাঁটিতেই তাকে থাকতে হবে। এ বিষয়ে চিন্তা ও ভাবনার জন্য এই পুস্তক ‘কবর কি পহেলি রাত’ (কবরের প্রথম রাত), যা আপনাদের হাতে আছে, কবরস্থানে বসে অনেক পরিশ্রমসহকারে মুসলমান ভাইদের কল্যাণার্থে লিখেছি এবং প্রকাশ করিয়েছি। অতএব, শুরু থেকে শেষ অবধি পুরো বইটি মনোযোগ দিয়ে পড়–ন, অন্যদের শোনান এবং তারপর আমলও করুন। আমার মতো দীনহীন গরিবের কথাও দোয়ায় স্মরণ করবেন। সম্ভবত, খোদাবন্দ করিম আপনারই দোয়ায় আমার দোষত্রæটি মার্জনা করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকে এর উপযুক্ত বদলা দেবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন এ বইটি মুসলমান ভাইবোনদের জন্য সুফলদায়ক করে দেন এবং নাজাতের মাধ্যম বানিয়ে দেন। আমিন! আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরি ওয়া আজাবি জাহান্নাম। কিয়া রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া আন্তা খাইরুর রাহিমিন।
Muhammad jalal Uddin Bisshas জন্ম ১০ জানুয়ারি ১৯৫৯। ভারতের পশ্চিমবঙ্গের জেলা উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা ও থানার চৈতা গ্রামে বিখ্যাত বিশ্বাস পরিবারে। পিতা মুহম্মদ তছিমুদ্দীন বিশ্বাস (১৯১৭-১৯৮০), মাতা অহিদা খাতুন (১৯২৩-২০০৮)। এগারাে ভাই-বােনের মধ্যে নবম। শিক্ষা-দীক্ষা ভারতে। ভাষা শিক্ষা ও ভাষা চর্চা আজীবনের সাধনা। সাংবাদিকতা ও গণসংযােগে ডিপ্লোমাও করেন গত শতাব্দীর আশির দশকে। বহুমুখী প্রতিভাধর কবি। প্রথম কাব্যগ্রন্থ ‘ভিড়ের মাঝে আমরা দুজন’ (১৯৮৯) কলকাতা থেকে প্রকাশিত হয়। এ ছাড়া আছে কাব্য আমপারা' (২০০০), ঢাকা, কালিদাসের মেঘদূত' (২০০৬), ইকবালের শ্রেষ্ঠ কবিতা' (যন্ত্রস্থ), গালিবের শের (যন্ত্রস্থ)। আছে। উপন্যাস 'যমুনার ধারা বহে' (২০০৪), মােল্লা নাসিরুদ্দীন (২০০৪), অনূদিত উপন্যাস ‘রক্ত রাঙা পথ’ (২০০৫), একটি প্রেমের স্মৃতি' (২০০৮), মূল ভাষা ঠেট আউধী থেকে অনুবাদ করেন মালিক মুহম্মদ জায়সীর ‘পদমাবত' (২০০৮)। বিশ্বনবী হজরত মুহম্মদ (স.) সম্পর্কে তাঁর প্রণীত ও অনূদিত গ্রন্থ সংখ্যা বাংলা ভাষায় সম্ভবত তারই সবচেয়ে বেশি। ধর্ম-ইতিহাস-সাহিত্য-সংস্কৃতি, ভাষাতত্ত্ব, ব্যাকরণ বিষয়ক গ্রন্থাদিও প্রকাশিত হয়েছে ঢাকা এবং কলকাতা থেকে। ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে, ‘মােগল সম্রাট হুমায়ুন’ (২০০৫), মােগল শাসন ব্যবস্থা' (২০০৭), আলবিরুনির ‘ভারতত্ত্ব' (২০০৭), ‘ফিকহুস সিরাত' (২০০৮), ‘বেহেস্তি জেওর (২০০৯) প্রভৃতি গ্রন্থ। ঐতিহ্য'-র তাঁর নবতম সংযােজন ড. ভােলানাথ তেওয়ারির ‘ভাষাবিজ্ঞান ও মােগল সম্রাট বাবরের আত্মকথা 'বাবরনামা'। ইবনে বতুতার সফরনামা (২০০৪) সহ এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থসংখ্যা ৮০-র অধিক। জেলা উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মহান সন্তান শহীদ তিতুমীর, মাওলানা আকরম খাঁ, আল্লামা রুহুল আমীন, শেখ আবদুর রহিম, কবি শাহাদাত হােসেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখের সােনালি শৃঙ্খলের ধারাবাহিকতায় ইনি অন্যতম মহান সংযােজন বলে অভিহিত হন। পেশা সাহিত্য।