জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাবি অধিভুক্ত (সাত) কলেজের অধীনে চার বছর মেয়াদি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উপযোগী করে 'জ্যামিতিক ও ভৌত আলোকবিজ্ঞান' বইটি যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌছাতে পেরে পরম করুণাময়ের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জীবনের একটি বৃহৎ অংশ শিক্ষকতায় অতিবাহিত করতে গিয়ে শিক্ষার্থীদের যে চাহিদাগুলো উপলব্ধি করেছি, বইটিতে তারই প্রতিফলন ঘটাতে চেষ্টা করেছি। যেহেতু পদার্থবিজ্ঞান ভৌতজগতে সংঘটিত ঘটনাবলির গণিত-নির্ভর পরিমাপবিজ্ঞান সেহেতু এ বিষয়ের বক্তব্যগুলো ছাত্র- ছাত্রীদের নিকট কখনো কখনো জটিল মনে হয়। এ জন্য শিক্ষার্থীগণ পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলো যেন সহজে আয়ত্তে আনতে পারে সেজন্য বিভিন্ন অধ্যায়ে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় প্রয়োজনীয় সংজ্ঞা, বিষয়বস্তু, বিস্তারিত বিবরণ ও গাণিতিক সমাধান দেয়ার চেষ্টা করেছি। পদার্থবিজ্ঞান শিক্ষার অগ্রযাত্রায় এ বইটি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অংশীদার হবে এবং পদার্থবিজ্ঞান বিষয়ে যেকোনো ধরনের ভয়ভীতি দূর করে শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চায় এগিয়ে আসবে বলে আমরা আশা করছি। জ্ঞানার্জন ও সর্বোত্তম ফল লাভে যদি এই বইখানি শিক্ষার্থীদের উপকারে আসে তবে আমাদের দীর্ঘদিনের আশা ও শ্রম সার্থক হবে।