“ইসলামী রাষ্ট্রনীতির আধুনিক প্রয়োগ; গানুশীর প্রস্তাব” বইটি সমকালীন ইসলামী চিন্তার রাহবার শাইখ রাশিদ আল গানুশীর রাষ্ট্রনীতি ভাবনার সমষ্টি। তিউনিসিয়ায় ফরাসী আগ্রাশন, ইসলামী শিক্ষার আধুনিকায়ন না হওয়ার ফলে তিউনিসিয়ার তরুণদের নাস্তিক্যবাদের দিকে ঝুঁকে পড়া, আরব জাতীয়তাবাদের ভ্রান্ত খোলস উম্মোচন, সিরিয়াতে ইখওয়ানের সাথে বোঝাপড়া, ফ্রান্সের উগ্র ধর্মবিরোধীতা, মালিক বিন নাবীর চিন্তা, তিউনিসিয়া থেকে ইসলামকে সমূলে উৎখাত করা, একটা মাত্র পাঠচক্রকে কেন্দ্র করে মাত্র ২০ বছরে সেখানে ইসলামপন্থার উত্থান, ইখওয়ান ও মওদুদীর চিন্তা থেকে মোহমুক্তি, স্থানীয় ইসলামপন্থার সাথে বোঝাপড়া, ইরান বিপ্লবের প্রভাব, পশ্চিমা সমাজ ও রাষ্ট্র সংক্রান্ত নীতিমালার মোকাবিলা পদ্ধতি, রিদ্দাহ, নারী অধিকার, নাগরিকের স্বাধীনতা ইত্যাদি প্রশ্নে ইসলামের অবস্থান নিয়ে এক অনবদ্য গ্রন্থ। বাংলাদেশের পরিস্থিতির সাথে তিউনিসিয়ার অবস্থার এতো সাজুষ্য দেখে যে কেউ অবাক হবেন। ফলে বাংলাদেশের ইসলামপন্থা নিয়ে আগ্রহ রাখে, ইসলামপন্থাকে বুঝতে চায়, ইসলামের রাষ্ট্রনৈতিক চিন্তার সাথে পরিচিত হতে চায় এমন যে কারো জন্য এই বই অবশ্য পাঠ্য। এই বই পড়ার পরে যদি কারো চিন্তায় গভীরতা না আসে তাহলে বাঙালিয়ানা তাকে ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতিদ্ধ।
Title
ইসলামী রাষ্ট্রচিন্তার আধুনিক প্রয়োগ; গানুশীর প্রস্তাব