"ইন্টারফেইথ" বইটিতে কি আছে ? আমরা সকলেই জানি উদারতা , সহনশীলতা ও শান্তির ধর্ম ইসলাম । কথাটি খুবই যথার্থ কিন্তু কথার পিছনের কথা হল – ”এই কথাটি কি এখানেই শেষ ?” নাকি এর পরেও রয়ে গেছে আরও কিছু কথা ? কি সেই সব কথা ? যেকথা গুলোর উপরে জমে গেছে ধুলোবালির আস্তরণ ! কি করে সরানো সম্ভব সেইসব জমে থাকা ধুলোবালি ? এর উত্তর হল – “জ্ঞান” । জ্ঞানই পারে সেইসব অযাচিত আস্তরণকে ধুয়েমুছে সাফ করে দিতে । আর এই উদ্দেশ্যেই আমাদের দ্বিতীয় প্রয়াস ও প্রকাশ ”ইন্টারফেইথ” নামের বইটি । বইটি খুললে নীচের বিষয়গুলি সহজেই খোলাসা হয়ে যাবে – ক) ইসলামের সাথে ধর্মনিরপেক্ষতা কতটা সাযুজ্যপূর্ণ ? খ) দ্বীন ইসলাম কি পূর্ণাঙ্গ ভাবেই মানতে হবে নাকি রয়েছে কিছু ছাড় ? গ) ঈমান-শিরক-আকীদাহ্ কি ? এগুলোর মাপকাঠি কি ? কি করে ঈমান ভঙ্গ হয় ? কি করে মানুষ শিরকে জড়িয়ে পড়ে ? এগুলোর ভয়াবহ পরিনামই বা কি ? ঘ) অন্যান্য ধর্মবিশ্বাসী মানুষের সাথে মুসলিমদের আচার-আচরণ কেমন হওয়া উচিৎ ? পারষ্পরিক সম্পর্কের গন্ডি কি অবাধ নাকি এটিরও একটি সীমারেখা টানা আছে ? ঙ) দেশ-বিদেশে প্রচলিত “ইন্টারফেইথ” (আন্তঃধর্মীয় বিশ্বাস) নামের ধোকার সাথে পরিচয় । চ) পর্দার আড়ালে রয়ে যাওয়া ইন্টারফেইথ প্রচারণার মূললক্ষ্য ও উদ্দেশ্য কি ? ছ) ইন্টারফেইথ নামে ছড়িয়ে দেয়া ধোকা থেকে স্বত্বভোগীরা কিভাবে কি ফল ভক্ষণ করছে ? জ) সহনশীলতা , পারষ্পরিক শ্রদ্ধাবোধ ও প্রকৃত জ্ঞান আহরণের পরে আন্তঃধর্মীয় বিশ্বাস সম্বলিত আলোচনার মাধ্যমে প্রকৃত শত্রুকে চিহ্নিত করে কিভাবে সারা বিশ্বে শান্তি ছড়িয়ে দেয়া যায় ? গ্রন্থনা ও পরিকল্পনা – ইঞ্জিঃ নূর মোহাম্মদ মোস্তফা সম্পাদনা – শাইখ আব্দুর রহমান বিন মুবারক আলী প্রকাশনা – ইসলামিক দাওয়াহ পাবলিকেশন্স প্রকাশকাল – নভেম্বর , ২০২১ ঈসায়ী
Title
ইন্টারফেইথ (ভয়াবহ পরিণাম ও এ-থেকে পরিত্রাণের উপায়)
নূর মোহাম্মদ মোস্তফা। প্রকৌশল বিদ্যায় স্নাতক। পড়াশোনার পাঠ চুকিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে যন্ত্রপাতি সরবরাহ সংক্রান্ত ব্যবসায় জড়িয়ে যান। ছেলেবেলা থেকে আশপাশের প্রায় সকলের মত ধর্মকর্ম চলতো আধাআধি। একসময় বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন, চিন্তা শুরু করেন গভীরভাবে। গুরুত্বের সাথে শুরু করেন মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ভাবনা। ধীরে ধীরে যেন সম্বিৎ ফিরে আসে, রবের কৃর্তি দেখতে পান সমস্ত সৃষ্টজগতের মধ্যে, যেখানে সৃষ্টিকর্তা কোন ফাঁক রাখেন নি। জোর দেন কুরআন-হাদীস-ফিকহ্-ইতিহাস এর অধ্যয়নের উপর, মনে হয় সবই যেন মিলে যাচ্ছে রবের কথার সাথে, নাবী সাঃ-র কথার সাথে। দেখতে পান কুরআনে বর্ণিত পূর্ববর্তী যুগের মানুষের হালহাকিকত যেন হুবহু মিলে যাচ্ছে বর্তমান যামানার মানুষের জীবনাচারের সাথে। ইন্টারনেট প্রযুক্তির সুযোগকে কাজে লাগিয়ে লাগাতার ঘাটাঘাটি চলতে থাকে মুসলিম বিশ্বের প্রখ্যাত সব ওয়েবসাইট সমূহের ইংরেজী ভার্সনগুলোতে, বাংলায় তরজমা করে ছড়িয়ে দিতে থাকেন মিডিয়ায় আর সেই সাথে তথ্য সংগ্রহের ঝুলিও সমৃদ্ধ হতে থাকে তার। মনে কষ্ট পেতে শুরু করেন জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা বা পিছনে ফেলে আসা পথে গুমরাহী বা অসচেতন জীবনাচারে অভ্যস্ত থেকে যাওয়া সাথীদের কথা মনে করে। তাগিদ অনুভব করেন নিরেট সত্য হিসেবে পেয়ে যাওয়া নিজের উপলব্ধিকে বন্ধু-সাথীদের মধ্যে ছড়িয়ে দেয়ার। জোরেশোরে শুরু করেন সোশ্যাল মিডিয়ায় লেখালেখি। তাতেও মন ভরে না, মনস্থির করেন ঈমান-আকীদাহ-র উপর বই ছাপানোর, অতি ক্ষুদ্র পরিসরে গড়ে তোলেন প্রকাশনা প্রতিষ্ঠান "ইসলামিক দাওয়াহ পাবলিকেশন্স" - ওতপ্রোতভাবে লেখনির সাথে জড়িত থেকে প্রকাশ করেন প্রথম বই "ঈমান মুমিনের পাথেয়" যাতে তুলে ধরা হয়েছে আহলুস সুন্নাহ্ ওয়াল জামায়াতের আকীদাহ, মুসলিমদের নানা ফেরকা ও প্রচলিত ফিতনার পরিচয় এবং পরিত্রাণের উপায় সম্পর্কে। এরপর ভাবতে থাকেন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নব্য ফিতনা "ইন্টারফেইথ" নিয়ে, প্রায় ছয় মাসের টানা প্রচেষ্টায় লেখা শেষ করেন "ইন্টারফেইথ" নামক বইটি - যেটাতে সম্পাদনার গুরুদায়িত্ব পালন করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রখ্যাত লেখক-মুফাসসিরে কুরআন শাইখ আব্দুর রহমান বিন মুবারক আলী। আধুনিক বিশ্বে শরীয়াহ্-র বিধিবিধান প্রয়োগের মাধ্যমেই জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে - এটা ব্যক্ত করাই লেখকের প্রধান লক্ষ্য