প্রেমের রঙিন বসন্ত কিংবা প্রেমের বিষাদ কাকে না ছুঁয়েছে! প্রশ্ন জাগতে পারে, প্রেম কি কেবল কোনো ব্যক্তির প্রতিই তীব্র আকর্ষণকে বোঝায়? মূলত প্রেম ভালোবাসার এমন এক অনুভূতি যা ব্যক্তিকে ছাড়িয়ে প্রকৃতি, পশুপাখি, জাগতিক সৌন্দর্য ও নিজের সাথেও হতে পারে। এইচ বি রিতা’র ‘তোমাকে দিলাম উষ্ণতার সবটুকু’- বইটি এমনই কিছু সুখময়, কখনো জ্বালাময় প্রেমাস্বাদনে মুক্ত কবিতায় রচিত হয়েছে। বইটিতে বায়ান্নটি প্রেমের কবিতা রয়েছে। বইটি গভীর এবং সূক্ষ্ম আবেগের একটি চিত্তাকর্ষক অন্বেষণ, যা সর্বস্তরে প্রেমের বুনন করে। শব্দের ছন্দময় নৃত্যের মাধ্যমে, প্রতিটি কবিতা লুকানো প্রেম, ব্যথা, অব্যক্ত আকাঙ্ক্ষাকে উন্মোচন করে, যার মাধ্যমে মানুষের হৃদয়ের সবচেয়ে অন্তরঙ্গ মুহূর্তের একটি প্রাণবন্ত প্রতিকৃতি পাঠক দেখতে পাবেন। মর্মস্পর্শী থেকে আবেগময় মুহূর্ত পর্যন্ত, কবিতাগুলো প্রেমের মর্মকে ধারণ করে। ‘দিলাম উষ্ণতার সবটুকু’ এইচ বি রিতা’র এমন এক প্রেমের শৈলী যা ভালোবাসার স্থায়ী শক্তির প্রতি একটি নিরবধি শ্রদ্ধা এবং মানুষের হৃদয়ের সীমাহীন গভীরতার গভীরে উপলব্ধি প্রদান করে। এ বইটিতে প্রেম, ব্যথা, নস্টালজিয়া এবং গভীর আত্মদর্শনের একটি সূক্ষ্ম মিলন রয়েছে, যেখানে আবেগগুলো সূক্ষ্ম পাপড়ির মতো প্রস্ফুটিত হয় এবং প্রতিটি কবিতার মাধ্যমে অনুরণিত হয়। প্রেম জাগ্রত অগণিত আবেগের মধ্য দিয়ে এইচ বি রিতা’র বইটি পাঠকের ভাবনাকে আলোড়িত করবে বলে মনে করি।