পরিবেশ বিজ্ঞানের ওপর ইংরেজিতে অনেক মূল্যবান গ্রন্থ রচিত হলেও বাংলা ভাষায় লেখা গ্রন্থের সংখ্যা খুবই কম। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ আমাদের দেশের অন্যান্য বিশ্বিবিদ্যালয়ের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর প্রথম পর্ব প্রাণিবিদ্যা বিষয়ের পাঠ্যসূচি অনুযায়ী লেখা মানসম্মত বইয়ের যথেষ্ট অভাব রয়েছে। এই অভাব পূরণের লক্ষ্যে "প্রাণী পরিবেশতত্ত্ব" নামক গ্রন্থখানি প্রণয়নে সচেষ্ট হই। এই গ্রন্থে পরিবেশ বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো তেরটি অধ্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করছি। গ্রন্থটি রচনায় বিদেশি অনেক প্রকাশনা থেকে তথ্য সংগ্রহ করেছি। সেসব লেখকদের কাছে আমি ঋণী। আমার স্নেহাস্পদ ছাত্র গাজী মুজাহিদুল ইসলাম শিমুল কাঠোর পরিশ্রম করে পাণ্ডুলিপিটা পরিচ্ছন্নভাবে লিখে, প্রুফ দেখে এবং প্রচ্ছদ ও চিত্র এঁকে বইটি দ্রুত প্রকাশে সহায়তা করেছে। দেবাংশু মিত্র (তুষার) যথেষ্ট পরিশ্রম করে কম্পিউটার কম্পোজের কাজ সম্পন্ন করেছে। এদের কাছে আমি কৃতজ্ঞ। দীর্ঘ অধ্যবসায় ও সযত্ন পরিশ্রমে প্রণীত এই গ্রন্থের উদ্দেশ্য প্রাণিবিদ্যার শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ কৌতূহলী পাঠকের জ্ঞানতৃষ্ণাকে পরিতৃপ্ত করা। সে উদ্দেশ্য চরিতার্থ হলেই আমার শ্রম সার্থক হবে। পরিশেষে গ্রন্থখানি প্রকাশ করার জন্য কবির পাবলিকেশন্স-এর স্বত্বাধিকারী জনাব মোঃ মাহামুদ হাসান (বিপ্লব)'কে ধন্যবাদ জানাই।