অপ্রিয় হলেও সত্য যে, আমাদের দেশে মাতৃভাষা বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের উপর স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের তেমন কোনো টেক্সট বই নেই। একারণে ছাত্র-ছাত্রীরা ক্রমশঃ গাইড বই নির্ভর হয়ে পড়ছে। মাতৃভাষার মাধ্যমে যে কোনো বিষয় যত সহজে অনুধাবন করা যায় বিদেশি ভাষায় তা অনুধাবন করা ততো সহজ হয় না। অতএব মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। এ অভাববোধ থেকেই "ফান্ডামেন্টালস অব ইলেকট্রনিক্স" বইটি জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অধীভূক্ত সকল কলেজের পদার্থবিজ্ঞান বিষয়ের অনার্স তৃতীয় বর্ষের ইলেকট্রনিক্স কোর্যের উপর লেখা হয়েছে। বইটির প্রতিটি বিষয় অত্যন্ত সহজ ও সরল ভাষায় বর্তনীর মাধ্যমে উপস্থাপন করার আপ্রাণ চেষ্টা করেছি। মুদ্রণ জনিত ত্রুটি এড়ানোর জন্য বইটির ফ আমি নিজেই দেখেছি। এরপরও যদি মুদ্রণ জনিত কোনো ত্রুটি থাকে, আশা করি পাঠকবৃন্দ তা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বইটি লেখার সময় আমি সর্বোচ্চ চেষ্টা ও সতর্কতা অবলম্বন করেছি। বইটি প্রিয় ছাত্রছাত্রী ও সম্মানিত শিক্ষক মন্ডলীর উভয় পক্ষেরই যদি উপকারে আসে তাহলে আমার দীর্ঘ সময়ের দেয়া শ্রম স্বার্থক হবে। বইটিতে অসংখ্য গাণিতিক সমস্যা সমাধান করে দেয়া হয়েছে উদাহরণ হিসেবে এবং প্রতিটি অধ্যায়ের শেষে যথেষ্ট পরিমাণে গাণিতিক সমস্যা সংযোজন করা হয়েছে। এছাড়াও প্রতিটি অধ্যায়ের শেষে বাংলা ও ইংরেজি ভাষায় প্রচুর পরিমাণে ছোট ও বড় প্রশ্ন নমুনা হিসেবে দেয়া হয়েছে।