'সাংস্কৃতিক বিপ্লব'। সাহিত্য, সংস্কৃতি, সংগীত, সমাজ, সভ্যতা, ন্যায়, অন্যায়, সামাজিক অবক্ষয়, কুসংস্কার, সত্য, মিথ্যা, মানবিক গুণাবলী, পুস্তক পাঠ এবং মানুষের জীবনবোধ, ধর্মীয় কুসংস্কার ও মানবিক মূল্যবোধ হীনতার বিভিন্ন বিষয়ের প্রতি বাস্তব দার্শনিক প্রবন্ধাবলীর এক শব্দ সমষ্টি। সমাজের নানান কুসংস্কারের প্রতি দিক নির্দেশনামূলক যুক্তিবাদী লেখায় সমৃদ্ধ প্রবন্ধগ্রন্থ। সাহিত্য -সংস্কৃতি যে কুসংস্কারাচ্ছন্ন সমাজের কলুষতা মুক্ত করতে পারে। সংস্কৃতির আলোয় দেশ, জাতি, সমাজের অন্ধকার ঘুচিয়ে আলোর মুখ দেখাতে পারে। প্রবন্ধের মাধ্যমে সে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সংগীত যে মানুষের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করতে পারে। মানুষের অসুস্থতার অমোঘ টনিক হিসেবে কাজ করতে পারে। এ সকল বিষয়ে স্পষ্ট ইঙ্গিত প্রদান করা হয়েছে। নিরক্ষর মানুষেরা অর্থ, বিত্ত আর ঐশ্বর্যের মালিক হলে তাদের আভিযাত্যবাদের, অহমিকার দম্ভ প্রবন্ধের শব্দালোকে স্পষ্ট প্রতীয়মান। নোনা জলের সোনার নেশায় নীল চাষের মতো চিংড়ি চাষের নেশায় মেতে মানবিক পরিবেশের যে ক্ষতি সাধন করতে উদ্ধত হয়েছিল। চিংড়ি মাছের মুখোনি:সৃত বাণীর অবয়বে তার সারমর্ম খুঁজে পাওয়া যাবে। সর্বোপরি 'সাংস্কৃতিক বিপ্লব' প্রবন্ধ গ্রন্থের বিষয়াবলী দার্শনিক তত্ত্বের আলোকে পরিপূর্ণ। গ্রন্থটি সকলের পাঠ্যপোযোগি একটি নৈতিক চেতনায় সমৃদ্ধ শব্দাবলির সত্য প্রকাশ।
অসিত কুমার মন্ডল প্রগতিশীল সাহিত্য ও সাংস্কৃতিক চেতনার ধারক। তিনি একাধারে একজন কবি, প্রাবন্ধিক, গল্পকার, ছড়াকার, শিশুসাহিত্যিক, সাহিত্য গবেষক, গীতিকার, সুরকার ও স্বরলিপিকার। এছাড়া তিনি একজন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক। সাংবাদিক হিসাবেও কাজ করেছেন বেশ কয়েক বছর। বর্তমানে সাংস্কৃতিক সাংবাদিকতাকে প্রাধান্য দিচ্ছেন। এক কথায় তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। তবে মূলত তিনি একজন ‘প্রতিবাদী কবি এবং সংস্কারবাদী লেখক। তাঁর লেখায় সমাজের নানা অসংগতি, অন্যায়, ঘুষ, দুর্নীতি, শঠতা, প্রতারণা, প্রবঞ্চনা ও অপরাধের বিরুদ্ধে সােচ্চার। তিনি একজন মানবতাবাদী, অসাম্প্রদায়িক, শান্তিপ্রিয় কবি ও লেখক। তিনি লেখালেখি শুরু করেন চতুর্থ শ্রেণিতে পড়ার সময়। বাড়িতে বাবা, কাকা, জ্যেঠাদের অষ্টকগানের, কীর্তনের এবং যাত্রাগানের দল থাকায় শৈশব থেকেই গানবাজনার প্রতি আকৃষ্ট হন। জ্যেঠামশায় ডাঃ অজিত কুমার মন্ডলের কাছে তার গান-বাজনার হাতেখড়ি। বাবা রামপদ মন্ডল ছিলেন যাত্রাদলের একজন বিবেক গায়ক। সম্ভবত সেই সূত্রে গানবাজনার প্রতি আকর্ষণ তার সহজাত।