বর্তমান সময়ে চারদিকে কত রং- বেরঙের ফেতনা। নানান রকম ফাঁদ আর বিচিত্র সব চোরাবালির সমারোহ। একটু পা ফসকালেই ডুবে যেতে হবে ফেতনার অতল গহ্বরে। দুনিয়া তার সমস্ত আয়োজন নিয়ে বসে আছে আমাদের বিভ্রান্ত আর গাফিল করার জন্য। আমরাও দিকভ্রান্ত হয়ে ছুটে চলি সেদিকে! সত্যিকার অর্থে দুনিয়া হলো নিছক খেল তামাশার ক্ষেত্র। একটা ধোঁয়াশা। একটা কুপ। একটা ফাঁদ। এখানে যা সুখ বলে ধরা হয় তা আসলে ধোঁয়াশা। সুখ তো নিহিত আছে মহান আল্লাহর আনুগত্যে এবং কৃতজ্ঞতার অশ্রুতে। এই কঠিন ও অপ্রিয় সত্য যারা বুঝেছে , তারাই পেয়েছে সত্যিকার সুখের সন্ধান। আমাদের জীবনে এমন একটা সময় আসে, যখন আমরা থমকে দাঁড়াই। জীবন নিয়ে ভাবি;কি করেছি, কি করছি,কি করব! চেহেরায় চিন্তার ছাপ পড়ে যায়। ফিরে আসতে চাই রবের দিকে সমস্ত পাপ-পঙ্কিলতা আর নাফরমানি ছেড়ে। কিন্তু আমরা পারি না। আমাদের সামনে বাঁধা হয়ে দাঁড়ায় দুনিয়া আর শয়তানের পাতানো ফাঁদ। মুহূর্তেই আমরা দুনিয়ার চাকচিক্যতায় ডুবে যাই। ভুলে যাই চিরস্থায়ী আবাস্থল আখেরাতের কথা। জীবনসায়াহ্নে এসে আমরা দেখতে পাই, এ জীবনের লক্ষ্য ছিল সুন্দর এক মৃত্যুর প্রস্তুতি নেওয়া। সব হলো, শুধু এই আসল কাজটাই হলো না! হায়! প্রিয় পাঠক জীবনটা আমাদের বড্ড ক্ষনস্থায়ী। কয়েকটি নিঃশ্বাস বৈ কিছুই না। মলাটবদ্ধ বইটির প্রতিটি শিরোনাম, প্রতিটি প্যারা আপনার নিজেকে নিয়ে ভাবতে শেখাবে। মনে করিয়ে দিবে নিয়ামতের সমুদ্রে ডুবে থেকে আপনি কীভাবে রবের নাফরমানি করে চলছেন। কূলহীন মরিচিকাময়, ধূসর জীবন পরিহার করে নীড়ে ফিরে আসতে বইটি আপনাকে সাহায্য করবে ইংশা-আল্লাহ।