তিন দিনের বধূ লিমা। লাল টকটকে মেহেদিরাঙা হাত, হলুদ আবিরের ছটা সারাটা মুখ জুড়ে। বাসরের ফুলগুলো সতেজ, টাটকা, এতটুকুও ম্রিয়মাণ হয়নি এখনো। নতুন সংসারের স্বাদ-আস্বাদনে বিভোর হয়ে স্বামী রাতুলকে নিয়ে সুখ-স্বপ্নে যখন সে মাতোয়ারা, ঠিক তখনই অকস্মাৎ এক ভয়াবহ দুঃসংবাদে তার জীবনের সব আনন্দ নিমিষেই ভেঙেচুরে খানখান হয়ে যায়। হৃদয় অরণ্যে সে ভালোবাসার বীজ পুঁতেছিল মাত্র, ভেবেছিল জীবন এক স্রোতঃস্বিনী নদী, যেখানে প্রতিনিয়ত কলকলিয়ে আনন্দের ঢেউ এপার থেকে ওপারে প্রবাহিত হয়। ছলকে ছলকে উপচে পড়া সুখ ভাসিয়ে নিয়ে যায় নদী পেরিয়ে বিশাল সমুদ্রের গর্ভে। লিমাও সুখের হাওয়া গায়ে লাগিয়ে পালতোলা নৌকায় ভর করে ছুটে চলে সুখের অন্বেষণে। মাঝ দরিয়ায় স্রোতের ধারা উলটো প্রবাহে ছুটে গিয়ে সাগরের সাদা শুভ্র ফেনিল জলরাশির নিচে স্বপ্নগুলো চাপা পড়ে তার জীবনে দুঃস্বপ্নের মতো কিছু অধ্যায়ের আগমন হয়। লিমা দিশেহারা হয়ে নিশ্চল দৃষ্টিতে চেয়ে থাকে দিক-দিগন্তে। বর্তমান ভুলে গিয়ে খুঁজে ফিরে অতীত। দুঃস্বপ্নের মতো এই সময়টা যেন পার হতে ইচ্ছুক নয়। লিমা যখন নিজের জীবন গুছিয়ে ওঠার মনস্থির করল, ঠিক তখনই তার দ্বারে কড়া নাড়ে এক কঠিন বাস্তবতা। লিমা যেন অকূল পাথারে পড়ে যায়। সব সামলে উঠতে পারবে কি সে? লিমার হৃদয় অরণ্যে আর কি সু-বাতাস বইবে না? সব প্রশ্নের জবাব পাওয়া যাবে বইটিতে।
রওশন আক্তার আত্মীয় স্বজনের কাছে “ঝুনু” নামে পরিচিত। পিতা মরহুম এম এ জলিল, মা শাহেদা খানম “লিলি” ১৩ই আগষ্ট সিলেট বিভাগের বড়লেখা থানার সালদিগা গ্রামে বিশিষ্ট সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয়। পড়ালেখার হাতে খড়ি সালদিগা প্রাইমারি স্কুলে, শেষ, লন্ডন ওয়েলষ্টার ইউনিভার্সিটি, মাস্টার্স। বর্তমান ঠিকানা - লন্ডন ইতিমধ্যে লেখকের আর তিনটি বই প্রকাশিত হয়েছে, ফিরে পাওয়া জীবন (উপন্যাস) বিমূর্ত বন্ধন (উপন্যাস) এবং নতুন দিগন্তে (গল্প গ্রন্থ)। কর্ম জীবনের পাশাপাশি বিভিন্ন সাময়িকী, ম্যাগাজিন এবং অনলাইন গ্রæপে নিয়মিত লেখালেখি করেন। ব্যক্তিগত জীবনে ১৯৯২ সালে জালাল আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শাকিল আহমেদ নামে এক ছেলের গর্বিত মা। - প্রকাশক