মেধা ও মননচর্চার ভেতর দিয়ে একটি জাতির বৌদ্ধিক সমৃদ্ধি ঘটে। বাঙালি জাতির জীবনে তার অভাবের কথাটি প্রায়ই বলা হয় । আবেগ প্রবণতা এ জাতিকে জড়িয়ে রেখেছে বলে অনেক ঘটনার জন্ম তারা দিলেও তা শেষে কোন সুফল কুড়াতে পারেনি বলে যে আক্ষেপ তাও রয়েছে কোন কোন ক্ষেত্রে একুশের আন্দোলন সম্পর্কেও অনেকে এমন মনে করেন। যে আন্দোলন বাঙালি জাতিকে তার জাতি-সত্তা সনাক্ত করতে শিখিয়েছে, যে আন্দোলন তাকে সশস্ত্র মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে স্বাধীন ভূখণ্ডের অধিকারী করেছে, সেই আন্দোলনের প্রশ্নেও যে সেই উচ্ছ্বাসময়তা মাখানো নেই, তা কি নিশ্চিত করে বলা যায়? এতে আর যাই হোক, বস্তুনিষ্ঠতা উপেক্ষিত হয়ে চলেছে। তবে এটাও ঠিক, সেই আবেগ প্রবাহের উচ্ছ্বলতাকে কাটিয়ে ওঠারও চেষ্টা চলছে। মেধা ও মননের চর্চার সূত্রে প্রচেষ্টা চলছে তার বস্তুনিষ্ঠতাকে সামনে নিয়ে আসার। এর ভিতর দিয়ে আর যে বড় কাজটি হচ্ছে, তাহলো, জাতির মানস প্রবণতাকে বৌদ্ধিক পরিচর্যায় উদ্বুদ্ধ করানো। অজিত কুমার দাস রচিত 'ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা' গ্রন্থটি এই ধারায় নতুন সংযোজন। লেখকের তথ্যসমৃদ্ধ নিরাবেগ বিশ্লেষণ বিশেষ গুণ হিসেবেই বিবেচিত হবে। আমি গ্রন্থটির বহুল প্রচার কামনা করি ।