খাদিজা ইসলামের গৌরবময় ইতিহাস সম্পর্কে আগে কিছুই জানতাম না ইসলাম এ পৃথিবীর সব মানবের আশ্রয়কেন্দ্র। কেউ ইসলামের ছায়াতলে রয়েছেন, কেউ আশ্রয় নেবেন। কেউ বা এর ছায়াতলে পরম শান্তি খোঁজার চেষ্টা করেছেন। কারণ মহান আল্লাহ বলেছেন, 'আমি তোমাদের ধর্ম হিসেবে ইসলামকে পছন্দ করেছি এবং ইসলামকেই তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করেছি।-আল কুরআন মহান আল্লাহ যাদের নির্বাচিত করবেন, পছন্দ করবেন এবং হেদায়েত করবেন কেবল তারাই ইসলামে প্রবেশ করে ধন্য হতে পারবে। কারণ সৎ পথ তারাই পান যাদের আল্লাহ পছন্দ করে থাকেন। তাদের তিনি মুক্তির পথ দেখিয়ে দেন। সৎপথ পাবার পরও যারা এ পথ থেকে মুখ ফিরিয়ে নেয় তারা আসলেই দুর্ভাগা। ইসলামগ্রহণ যারা করেন তারা আসলে কোনো না কোনো মাধ্যমে ইসলামের সন্ধান পেয়ে থাকেন। সম্প্রতি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির একটা সংবাদ সবাইকে বিস্মিত করে দেয়-আমেরিকার ৬০ বছর বয়সী মহিলা ইসলাম গ্রহণ করেছেন, তুরস্কের জনপ্রিয় টিভি সিরিজ দিরিলিস আরতুগ্রুল দেখে। যদিও এ সিরিজ ইসলামসম্মত নয়। এটাতে পর্দাহীন নারীদের অভিনয় রয়েছে, শরীয়তবিরোধী বাদ্যযন্ত্রের ব্যবহার রয়েছে। এছাড়াও শরীয়ত সমর্থন করে না এমন অনেক বিষয়ই রয়েছে। তবু মহান আল্লাহর কী অপার মহিমা! যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা এই নারী ইসলাম গ্রহণ করে নিজের নতুন নাম রেখেছেন খাদিজা। নিজের ইসলাম গ্রহণের কথা বলতে গিয়ে ৬০ বছর বয়সী খাদিজা বলেন, এই সিরিজটি দেখার পর ইসলাম ধর্ম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়।
আমিন আশরাফ। জন্ম ১৫ জানুয়ারি ১৯৮৮ সালে ময়মনসিংহের গৌরীপুরে। পড়াশোনা এবং বেড়ে ওঠা কিশোরগঞ্জে। ২০০৫-এ মাসিক আল কাউসারে লেখালেখির সূচনা। এরপর নিয়মিত লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিন, অনলাইন পোর্টালে। সম্পাদক হিসেবে কাজ করেছেন মাহফিল-সুবহে সাদিক, রাহনুমা প্রকাশনী ও মাকতাবাতুল ইসলামে। সহসম্পাদক ছিলেন মাসিক রাহমানী পয়গাম ও মাসিক হজে। সাংবাদিকতা করেছেন দৈনিক আমাদের সময় ডটকম ও আমাদের অর্থনীতিতে। তিনি শিক্ষকও। সম্পাদনা করেন ছোটকাগজ বাতিঘর। তার অনুবাদ, সম্পাদনা ও সঙ্কলনে বেশকিছু বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যÑ সীরাতে আয়েশা (অনুবাদ) ইসলামী আগামী পৃথিবীর ধর্ম (সঙ্কলন) সাহসী খলিফা (অনুবাদ) সুখময় জীবনের খোঁজে (অনুবাদ), কর্নেল নন্দিনী (উপন্যাস), গল্পের দশহাত (সম্পাদিত), । পরবর্তী বইÑ পীর কেবলা (গল্প) দ্য গ্রেড সুলতান ফরএ্যাভার আলাউদ্দিন খলজি, রাজিয়া সুলতানা, রক্তঝরা ফিলিস্তিন, সুন্নাহ ও মাসায়েল, আমার সন্তান আমার আমানত ইত্যাদি।