একমাসের দূরত্বে থাকা শত্রুর হৃদয়ে রাসূলের ভয় হযরত জাবের রা, বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে বিশেষভাবে পাঁচটি জিনিস প্রদান করা হয়েছে, যা আমার পূর্বে অন্য কোনো নবীকে দেওয়া হয়নি: ১. একমাসের দূরত্বে অবস্থানরত শত্রুর হৃদয়ে ভীতি সঞ্চার করে আমাকে সহযোগিতা করা হয়েছে। ২. দুনিয়ার সমস্ত জমিন আমার সিজদার স্থান এবং পানি না পাওয়া অবস্থায় নিজেকে পবিত্র করার এই জমিনকে মাধ্যম বানানো হয়েছে। আমার উম্মত দুনিয়ার যেখানে ইচ্ছা নামাযের সময় হওয়ামাত্রই সে স্থানে দাঁড়িয়ে যেতে পারবে। ৩. আমার জন্য যুদ্ধলব্ধ সম্পদ হালাল করা হয়েছে। আমার পূর্বে অন্য কোনো নবীর জন্য তা করা হয়নি। ৪. 'শাফাআতে কুবরা'র অধিকার একমাত্র আমাকেই দেওয়া হয়েছে। আমার পূর্বে যত নবী ছিল তাদের শাফাআত কেবল নিজ সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। ৫. একমাত্র আমাকেই কেয়ামতের আগ পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য রাসূল বানিয়ে প্রেরণ করা হয়েছে।' তার নবুওয়াতের ব্যাপারে গুইসাপের সাক্ষ্য প্রদান হযরত উমর ফারুক রা, এক দীর্ঘ ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রাম্য ব্যক্তিকে ইসলামের ১. মুসনাদে আহমদ, ১৪২৬৮: মুসলিম, ৫২১: বুখারী শরীফ, ৩৩৫।