আদব-০১: দরজা বন্ধ করার নিয়ম আপনি যখন নিজের ঘরে প্রবেশ করবেন কিংবা বের হবেন, তখন দরজায় সজোরে ধাক্কা মারবেন না, অথবা এমনভাবে দরজা ছেড়ে দেবেন না যে, তা নিজে নিজেই বিকট আওয়াজে বন্ধ হয়। কেননা এটা ইসলাম আমাদের যে নম্রতার শিক্ষা দেয় তার পরিপন্থি কাজ। বরং আপনি নিজ হাতে নিঃশব্দে দরজা বন্ধ করুন। আম্মাজান সাইয়িদা আয়েশা রা. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী বর্ণনা করেছেন, তা হয়তো জেনে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إنَّ الرَّفْقَ لَا يَكُونُ فِي شَيْءٍ إِلَّا زَانَهُ وَلَا يُنْزَعُ مِنْ شَيْءٍ إِلَّا شَانَهُ নিশ্চই কোনো বিষয়ের মধ্যে নম্রতা-কোমলতা শোভাবর্ধন করে, পক্ষান্তরে রূঢ়তা কোনো বিষয়কে কেবল ত্রুটিযুক্তই করে দেয়। আদাব-০২: মুসলমানদের পারস্পরিক সালাম-বিনিময় যখন আপনি ঘরে প্রবেশ করবেন কিংবা বের হবেন, তখন ঘরে যারা আছেন -নারী হোক বা পুরুষ-তাদের সালাম দিন 'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু' বলে, যা মুসলমানদের অভিবাদনবাক্য এবং ইসলামের প্রতীক। এটি বাদ দিয়ে শুভসকাল, সুস্বাগতম বা এ জাতীয় অন্য কোনো কথা দ্বারা অভিবাদন জানাবেন না। কেননা সালাম-বিনিময় থেকে সরে গিয়ে অন্য সভ্যতার চর্চা ইসলাম ও মুসলমানদের সংস্কৃতিকে বিসর্জন দেওয়ার শামিল। অথচ সালাম ইসলামের শিক্ষা এবং মুসলিম জাতির প্রতীক; রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কথা ও কাজের মাধ্যমে