হিফয শিক্ষার্থীর নিয়্যত, লক্ষ, উদ্দেশ্য ও সতর্কতা পৃথিবীতে একটিমাত্র কিতাব যা মানুষ হুবহু আয়ত্ব করতে সক্ষম। ইহা কুরআনুল কারীমের এক অনন্য মুজিযা। তাই হিফয সম্পন্ন করার জন্য সুনির্দিষ্ট নিয়্যত থাকা জরুরি। প্রিয় নবী (সা.) ইরশাদ করেন- إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ. "নিশ্চয়ই কার্যাবলি নির্ভর করে নিয়্যতের উপর।"" অর্থাৎ যেকোনো ভালো কাজ করা হবে আগেই তার নিয়্যত সহীহ করে নিতে হবে। নিয়্যত: আল্লাহর কালাম হিফয করে সংরক্ষণ ও প্রতিষ্ঠার মাধ্যমে হিফযের পাশাপাশি কালামে পাকের জ্ঞান আহরণ, আমল এবং পরিবার, সমাজ তথা পৃথিবীর সর্বত্র এর শিক্ষা বিস্তার সাধনে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর মাধ্যমে নিজের ও মানবতার সার্বিক কল্যাণ ও পরকালীন মুক্তি কামনা করা। وَلِكُلِّ وَجْهَةٌ هُوَ مُوَلَيْهَا فَاسْتَبِقُوا الْخَيْرُتِ ، أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا. "প্রত্যেকেরই একটি লক্ষ আছে, যা তার কর্মধারাকে পরিচালনা করে। অতএব তোমরা সৎকর্মে (নিজের সাথে) প্রতিযোগিতা করো।" প্রিয় শিক্ষার্থী, আপনার সিদ্ধান্ত প্রমাণ করে আপনি নিজেকে ভালোবাসেন। কালামে পাকের হিফযের মতো মহতি কাজের নিয়্যত করেছেন আপনি। এ কাজটি অতিমাত্রায় মহৎ হওয়ায় এখানে শয়তানের ধোঁকা, নফসের কারসাজি, অমনোযোগিতা, আস্থাহীনতার পাশাপাশি এই জামানায় সবচে বড় ফেৎনা মোবাইল, ফেসবুক, গেমসসহ যে কোনো ধরনের ভুল আসক্তি থেকে নিজেকে অতন্দ্রপ্রহরীর মতো সার্বক্ষণিক পাহারা দিতে হবে। নিশ্চয়ই আল্লাহ উত্তম সাহায্যকারী। مَا أُنزِئُ نَفْسِي إِنَّ النَّفْسَ لَأَمَّارَةً بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي إِنَّ رَبِّي غَفُورٌ رَحِيمٌ "মানুষের প্রবৃত্তি সবসময় কুপ্ররোচনা দেয়। প্রতিপালক যার ওপর দয়া করেন, সে রক্ষা পায়। নিশ্চয়ই আমার প্রতিপালক অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।"" ৭. সহীহ বুখারী: ৬/১। ৮. সূরা বাকারা আয়াত: ১৪৮। ৯. সূরা ইউসুফ, আয়াত: ৫৩।
Title
হিফজ ছাত্র-ছাত্রীদের দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক