আল্লাহর সুন্দরতম নামসমূহ, আল্লাহকে জানতে চাই আল আসমাউ’ল হুসনা। আল্লাহর সুন্দতম নামসমূহ। ব্যৎপত্তিগত বা শব্দগত দিক থেকে আরবী শব্দ ‘আল-আসমাউ’ল হুসনা’-এর অর্থ হচ্ছে: অতি সুন্দর নামসমূহ। এ সুন্দর নামসমূহ আল্লাহর গুণবাচক নাম। আরবী ভাষায় ‘আস-সিফাত’। ‘আল-আসমাউল হুসনার’ সংখ্যা নিরানব্বই। এ গ্রন্থে চার রঙে তিন ভাষায়--আরবী, বাংলা ও ইংরেজিতে আল্লাহর গুণবাচক নিরানব্বই নাম উল্লেখিত হয়েছে। প্রতিটি নাম আরবী ক্যালিগ্রাফি। নামের শেষে সুনির্দিষ্ট গুণের নামসহ কোরআনের আয়াত বা আয়াতাংশের উদ্ধৃতি দেয়া হয়েছে। বাংলা-ইংরেজিতে এর অনুবাদ ও অর্থ প্রদত্ত হয়েছে। প্রশ্ন থেকেও কখনো ভয় পেয়ো না। প্রশ্নের পেছনো ধাওয়া করো উত্তর তুমি পাবেই। শুধুমাত্র সঠিক জবাব পাওয়ার ক্ষেত্রে যে বাঁধাগুলি রয়েছে সেগুলিকে অতিক্রম করার জন্য চেষ্টা করো। প্রশ্ন করো, পড়ো ও গবেষণা চালাও। প্রশ্ন করা এক অর্থে দোয়াও বটে। “জানতে চাই!”, “বুঝতে চাই!”, “আরও ভালো করে জানতে চাই, আরও ভালোবাসতে চাই!” বলাও হচ্ছে দোয়া। এমন দোয়া বেশী বেশী করো যাতে তোমাদের আকল ও অন্তর জ্ঞানের আলোর দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। তোমাদের পথ যেন আলোকিত হয়। “আল্লাহকে জানতে চাই” নামক এই কিতাবে আমাদের রব আল্লাহু তায়ালা সম্পর্কে কিছু প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করেছি। সবচেয়ে বেশী জিজ্ঞাসিত প্রশ্নগুলোর ভিতর থেকে প্রশ্নগুলিকে নির্বাচিত করা হয়েছে। সবার মনে ভিন্ন ভিন্ন প্রশ্ন আসতেই পারে। ঐ ভিন্ন ভিন্ন প্রশ্নের জবাব ভিন্ন ভিন্ন কিতাবে দেয়ার আশা করি! সারা জীবন প্রশ্ন করার মতো সৎ সাহস সংরক্ষণ করো এই কামনাও করি ...