الحمد لله رب العلمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، سيدنا و مولانا محمد وعلى آله وأصحابه أجمعين. মুহতারাম সুধীবৃন্দ! আজকে আপনাদেরকে এখানে একত্রিত করার উদ্দেশ্য কী? তা মাওলানা কাসেম সাহেব স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলার তাওফিক শামেলে হাল হলে আমিও কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। উলামায়ে কেরাম ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামকে 'ওরাসাতুল আম্বিয়া' বলা হয়েছে। নবুওয়তের ওয়ারিস হতে পারা অনেক বড় সম্মানের বিষয়। এ সম্মান আল্লাহর অনেক বড় নেয়ামত। আল্লাহ যাকে সম্মানিত করেন কেবল তাকেই এ নেয়ামতের অধিকারী করেন। তার উপরেই এ যিম্মাদারি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ . 'যারা জানে আর যারা জানে না তারা কি সমান?' (সুরা যুমার: ৯) যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না তারা কি এক হতে পারে? যারা জানে না আর যারা জানে তারা কি এক হতে পারে? অর্থাৎ এ দু' শ্রেণী কখনোই এক নয়। আল্লাহ তাআলা আরো বলেন, يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ 'ইলমওয়ালাদেরকে আল্লাহ তাআলা সম্মানের দিক দিয়ে অনেক উঁচু করেছেন।' (সুরা মুজাদালা: ১১) আলেম ও গায়রে আলেমের মধ্যে এই যে পার্থক্য- তার প্রকাশ এবং বাস্তবায়ন প্রথমেই প্রত্যেক আলেমের ব্যক্তিগত জীবনে হওয়া উচিৎ।