“বাংলাদেশের সমাজবিজ্ঞান" শিরোনামের এই গ্রন্থটি, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় অধীভুক্ত কলেজসমূহে সমাজবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে রচিত। গ্রন্থটি রচনায় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রদত্ত সর্বশেষ সিলেবাস অনুযায়ি সাবলিল ও ধারাবাহিকভাবে বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের পরীক্ষার ভালো প্রস্তুতি এবং ভালো ফলাফল লাভের নিমিত্তে প্রতিটি অধ্যায় সাজানো হয়েছে। গ্রন্থটির বিশেষ বৈশিষ্ট্য হলো: সিলেবাস এর আলোকে শিরোনাম ও উপ-শিরোনাম নির্বাচন করে অধ্যায়গুলোকে সাজানো হয়েছে। সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় বিষয়বস্তুসমূহের উপস্থাপন করা হয়েছে। সিলেবাস ও প্রয়োজন অনুযায়ি তথ্য-উপত্ত সরবরাহ করা হয়েছে। প্রতিটি অধ্যায় শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্টিত বিগত সালের প্রশ্নাবলি ও উত্তর/ উত্তর সংকেত প্রদান করা হয়েছে। প্রতিটি অধ্যায় শেষে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি ও উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নাবলি ও উত্তর সংকেত এবং রচনামূলক প্রশ্নাবলি ও উত্তর সংকেত দেয়া আছে, যাতে করে শিক্ষার্থরা অনুশীলনভিত্তিক পাঠে অভ্যস্ত হয়।