ফ্ল্যাপে লিখা কথা প্রাচিনকালে মুদ্রা, গ্রন্থ, দালানাকোঠা ইত্যাদির ভগ্নাবশেষ পরীক্ষা করে’ সমসাময়িক ইতিহাস আবিষ্কার নিয়ে যে বিজ্ঞান এক কথায় তাকেই বলা যেতে পারে ‘প্রত্নতত্ব’। প্রত্নতত্বের মাধ্যমে প্রাচীনকালের মানুষের জীবন-যাপন প্রণালী, সামাজিক ও রাজনৈতিক ধ্যান-ধারণা, ধর্মীয় চেতনা, জ্ঞানচর্চার পরিধি ইত্যাদি সম্বন্ধে অনেক কিছুই জানতে পারি আমরা। প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের বেশ কিছু ঘটনা ও পটভূমি নিয়ে লেখা এই বইয়ের রচনাগুলোর অধিকাংশই বেশ কয়েকটি জাতীয় দৈনিকের ছোটদের পাতায় প্রকাশিত হয়েছে। তবে ওগুলো বইয়ের সন্নিবেশিত হয়েছে কিছুটা ভিন্ন আঙ্গিকে। সাথে রয়েছে অলংকরণ। মূলতঃ ছোটদের জন্য লেখা এ বই। পাঠকদের কাছে যদি বইটি ভালো লাগে তাহলেই সার্থক হবে আমার শ্রম।
এ বইটি প্রকাশে যারা সমর্থন, সহযোগিতা করেছেন নানাভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। এ ব্যাপারে আমি সবচেয়ে বেশী কৃতজ্ঞ পার্ল পাবলিকেশন্স এর স্বত্বাধিকারী শ্রদ্ধেয় জনাব আলতাফ হোসেনের কাছে। কারণ বইটি প্রকাশের ব্যাপারে তিনি আমাকে দিয়েছেন অনুপ্রেরণা। এ ছাড়াও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বন্ধুবর তুহিন ও জ্যোতিকে, ওদের অকৃত্রিম সহযোগিতার জন্য। মোশতাক আহমদ মানিক