অযুতে ৪ ফরয * সমস্ত মুখ ধৌত করা * দুইহাতের কনুইসহ ধৌত করা • মাথার পায়ের টাখনুসহ ধৌতমীদেহ করা দু'পায়ের মায়াময় মন্ত্রী ভালোভাবে কুলি করা * নাকে পানি দেওয়া (নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌছানো) • সমস্ত শরীর (উত্তম রূপে) ধৌত করা। তায়াম্মুমে ৩ ফরয় ও পবিত্রতার নিয়্যাত করা * সমস্ত মুখ একবার মাসেহ করা * দুই হাতের কনুইসহ একবার মাসেহ করা। নামায়ের বাহিরে ৭ ফরয় ৪* শরীর পাক * কাপড় পাক নামাযের জায়গা পাক* ছতর ঢাকা কিবলামুখী হওয়া * ওয়াক্ত মত নজর পড়া* নামাযের নিয়ত করা। নামাযের ভিতরে চরে তাকবীরে তাহরীমাহ বলাগড়াইয়া নামায পড়া * ক্বিরাত পড়া রুকু করা * দুই সেজদা করা * আখেরী বৈঠক। জানাযার নামাযে চুর ফরয়া *নিয়্যাত করা * কিবলামুখী হওয়া চার তাকবীর বলা * দাঁড়াইয়া নামায পড়া। নামাযের ওয়াজিব ১৪ টি আলহামদু শরীফ পুরা পড়া * আলহামদুর সহিত সূরা মিলানো * রুকু সেজদায় দেরি করা * রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া * দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা * দরমিয়ানী বৈঠক উভয় বৈঠকে আত্তাহিয়্যাতু পড়া * ইমামের জন্য ক্বিরাত আস্তের জায়গায় আস্তে পড়া, জোরের জায়গায় জোরে পড়া * বিতরের নামাযে দোয়ায়ে কুনুত পড়া * দুই ঈদের নামাযে অতিরিক্ত ছয় ছয় তাকবীর বলা * প্রত্যেক ফরয নামাযের প্রথম দুই রাকা'আতকে কিরাতের জন্য নির্ধারিত করা ও প্রত্যেক রাকা'আতের ফরযগুলোর। তারতীব ঠিক রাতের রাকা'আতের ওয়াজিবগুলোর প্রত্যেক ঠিক রাখা আসসালামু আলাইকুম। বলে নমায শেষ করা। নামায় ভাসের কারণ ১৯ টি ৪ নামাযে অশুদ্ধ পড়া * নামাযের ভিতরে কথা বলা * কোন লোককে সালাম দেওয়া * সালামের জওয়াব দেওয়া * নামাযে উহ্ আহ্ শব্দ করা * বিনা ওজরে কাশি দেওয়া * আমলে কাছীর করা বিপদে বা বেদনায় শব্দ করে কাঁদা * তিন তাসবীহ পরিমাণ সময় ছতর খুলে থাকা * মুক্তাদী ব্যতীত অপর লোকের লোকমা লওয়া * নামাযে কুরআন শরিফ দেখিয়া পড়া সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া* নাপাক জায়গায় সেজদা করা ক্বিবলার দিক হতে সিনা ঘুরে যাওয়া * নামাযে সাংসারিক কোন বিষয় প্রার্থনা করা * নামাযে শব্দ করিয়া হাসা* নামাযের ভেতরে হাঁচির উত্তর দেওয়া * নামাযে খাওয়া বা পান করা * ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। অযু ভঙ্গের কারুণ ৭ টি ও পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোন কিছু বের হওয়া * মুখ ভরিয়া বমি হওয়া থুথুর সহিত রক্তের ভাগ সমান বা বেশী হওয়া শরীরের ক্ষত স্থান হইতে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়াইয়া পড়া * চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া পাগল, মাতাল বা অচেতন হইলে নামাযে উচ্চ স্বরে হাসিলে।