কোরআন শরীফ তেলাওয়াতের ওয়ালর • হযরত ওসমান ইবনে আফফান (রা:) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম বলিয়াছেন। (হে মুসলিম জাতি। ছে বিশ্ববাসী।। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা, যারা কোরআন শিক্ষা করে এবং তা শিক্ষানাম করে। * হযরত আওছ জাকাতী (বাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম বলিয়াছেন: কোরআন শরীফ না দেখিয়া পড়িলে এক হাজার মর্ভবা, আর দেখিয়া পড়িলে বাড়িয়া গিয়া দুই হাজার মর্তবায় পৌঁছায়। -বাচয়াবী শোআবুল উল্লাস, ২/৯০৭, হাদীস ১২১ • হযরত মুআয জুহানী (রা:) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম বলিয়াছেন: যে ব্যক্তি কোরআন পরিবে এবং সেই মোতাবেক আমল করিবে, কিয়ামতের দিন তাহার পিতা-মাতাকে এমন এক 'নূরের মুকুট' পরাইয়া দেওয়া হইবে যাহার জ্যোতি এই দুনিয়ায় তোমাদের ঘরে উদয় হওয়া সূর্যালোকের চেয়ে উজ্জ্বলতর হইবে-যদি ঐ সূর্য তোমাদের ঘরে উদয় হইত। আবু দাউদ শরীফ ১/২০৫ হাদীস। ১৪৫৩। মুসনাদে আহমদ, ১/১৪৮ হযরত জানায় ইবনে মালেক (রা:) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছারা নিয়াছেন: মানুষের মধ্যে কিছু লোক আছে যাহারা আল্লাহর একান্ত আপনজন সাংবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! তাহাদের পরিচয় কি? তিনি বলিলেন: বারআন ওয়ালারা অল্লাহপাকের একান্ত আপনজন এবং তাঁহার খাস লোকজনে -ইবনে মাজাহ শরীফ, পৃষ্ঠত ১৯, হাদীস: ২১৫: মুসনাদে আহমদ ২য় খণ্ড, পৃষ্ঠা ২০২, হাদীস। ১৩৫৬ হযরত আবু সাঈদ খুদরী (রা:) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম বলিয়াছেন: মহান আল্লাহ তা'আলা বলেন যে, কোরআনের ব্যস্ততা যাহাকে আমার যিকির ও আমার নিকট প্রার্থনা হইতে বিরত রাখে, প্রার্থনাকারীদেরকে যাহা দিব-তদপেক্ষা উত্তম দৌলত আমি তাহাকে দান করিব। এবং সমস্ত কালামের উপর আল্লাহর কালামের মর্যাদা তেমনি, যেমনটি সমস্ত মাখলুকের উপর মহান আল্লাহর মর্যাদা। -তিরমিযী শরীফ, ২/১২০ হাদীস: ২৯২৬: দারেমী, ২/৫৩৩, হাদীস: ৩৩৫৬ হযরত আলী (রা:) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম বলিয়াছেন: যে ব্যাক্তি কোরআন পড়ে ও তা হেক্ষ্য করে এবং কোরআনের হালালকে হালাল এবং হারামকে হারাম মানিয়া চলে, আল্লাহপাক তাহাকে জান্নাতবাসী করিবেন এবং তাহার পরিবার-পরিজনের মধ্য হইতে এমন দশ ব্যক্তির জন্য তাহার সুপারিশ মঞ্জুর করিবেন যাহাদের প্রত্যেকের জন্য জাহান্নাম চূড়ান্ত হইয়া গিয়াছিল।-তিরমিষ্ট, ৫/১৭১, হাদীস: ২৯০৩৫: মুসনাদে আহমদ ২/৪১৬ • হযরত ইবনে আব্বাস (রা:) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম বলিয়াছেন: যাহার অন্তরে কোরআনের 'কোন অংশ' নাই, নিঃসন্দেহে তাহার অবস্থা বিরান ঘরের মত। -তিরমিযী শরীফ, ২/১১৯, হাদীস: ২৯১৩ হযরত বারা ইবনে আযেব (রা:) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ও ওয়াছাল্লামকে আমি বলতে শুনিয়াছি যে, সুন্দর আওয়াজ দ্বারা তোমরা কোরআনকে সুন্দর করিয়া পড়িও। কারণ, সুন্দর আওয়াজ কোরআনের সৌন্দর্যকে বর্ধিত করে। -সারেমী, ২/৫১৫, হাদীস, ৩৫০১