ব্যক্তিমানুষের আশা-নিরাশা, আনন্দ-বেদনা, সংগ্রাম-সঙ্কটের উপাখ্যানের সঙ্গে গোটা জনপদের ইতিহাস, ঐতিহ্য ও জীবনধারা মিলিয়ে উপন্যাসের ব্যাপ্তিতে জীবন ও সমাজ প্রতিফলিত করবার তাগিদ থেকে চৌধুরী খালেকুজ্জামান রচনা করেছেন এপিক উপন্যাস 'আবহমান' এখানে নিবেদিত হলো তিন পর্বে রচিত এই ট্রিলোজির প্রথম খণ্ড ত্রিস্রোতা বা তিস্তা। নিরন্তর বয়ে-চলা নদী যেমন সমকালে কল্লোলিত হয়েও বহন করে উৎস-স্মৃতি বা চিরন্তনতা, তেমনি মুখ্যত বিগত শতকের ষাটের দশকে বিশাল জনপদের মানুষের জীবনের পালাবদল অবলম্বন হলেও এই উপন্যাসে ছায়া ফেলেছে বাংলার জনপদের মানুষের জীবনের পালাবদল অবলম্বন হলেও এই উপন্যাসে ছায়া ফেলেছে বাংলার দুইশত বছরের ইতিহাস ও জনসংগ্রামের রূপ । একাত্তরের মহান মুক্তি-সংগ্রামে জেগে-ওঠা জাতি যে দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতা বহন করেছে উপন্যাসের আকারে তার রূপদান ব্যতীত সেই বিশালতা স্পর্শ করবার বুঝি অন্য কোনো উপায় নেই, এমন তাগিদ থেকে চৌধুরী খালেকুজ্জামান মগ্ন হয়েছেন নিভৃত সাধনায়। প্রায় এক যুগের পরিশ্রমের ফসল তাঁর এপিক উপন্যাসের প্রথম খণ্ড এখন তুলে দেয়া হলো পাঠকের হাতে, সাহিত্যানুরাগীজনের সংবেদনশীল বিবেচনার প্রত্যাশায়।
জন্ম : ২৫ অগ্রহায়ণ, ১৩৫৮, রংপুর। রংপুর জেলা স্কুল, কারমাইকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন । রসায়নশাস্ত্রে এম.এসসি। ১৯৭৮-এ ঝিনাইদহ ক্যাডেট কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু । ১৯৮১-তে বিসিএস কর ক্যাডারে−২৫ বছর পূর্তিতে, ২০০৬-এ স্বেচ্ছা অবসর । সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি করেছেন । বামপন্থী কৃষক ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন। সুদীর্ঘ সময় দেশের পেশাজীবী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে নিজেকে রাজনীতিতে জড়িয়েছেন। বর্তমানে তিনি দেশের বৃহত্তম রাজনৈতিক দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য। ছাত্রজীবনে ছোট গল্প (প্রথম গল্প ইত্তেফাকে, ১৯৬৮সালে), কবিতা দিয়ে লেখালিখি শুরু। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ, শিক্ষা, জনপ্রশাসন বিষয়ে বিস্তর লেখালিখি করেছেন। আবহমান (প্রথম খণ্ড : ত্রিস্রোতা) তাঁর দীর্ঘ ১২ বছরে লেখা (জানুয়ারি, ১৯৯৮-জানুয়ারি, ২০১০) প্রথম উপন্যাস। স্ত্রী উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সাবেক শিক্ষিকা মাহফুজা বিনতে হোসেন পিয়াল সন্তান-লাবণ্য ব্যাংকার। অনন্যা অস্ট্রেলিয়ায় অর্থনীতিতে অধ্যয়নরত, জামাতা প্রকৌশলী আদনান সেখানে কর্মরত। পুত্র শান্তনু যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশলে ও কনিষ্ঠ কন্যা নন্দিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় অধ্যয়নরত। দৌহিত্রী : অহনা ।