Over the years, marketing has mutated through three stages. Many of today's marketers still practice marketing 1.0, some practice marketing 2.0 and a few are moving into marketing 3.0. The greatest opportunities will come to marketers practicing 3.0. Marketing 1.0, or "the product-centric era" was that stage where companies appealed to the mind of customers by providing rational arguments why the customer should buy their product. Marketing 2.0, "the customer-centric era" was the new stage where companies tried to connect emotionally with the customers so that their preference would be based on a mind and heart connection with the company. Marketing 3.0 "the human-centric era", is the latest stage where companies are seeking to connect with the customers' spirit in this age where customers want the company to assume more social responsibility for the issues that concern all of us (environment, poverty, disease, drugs). A company such as S.C. Johnson is connecting with all three customer touch points: mind, heart and spirit.
ফিলিপ কোটলার (ইংরেজি: Philip Kotler) (জন্ম: ২৭ মে, ১৯৩১) শিকাগোতে জন্মগ্রহণকারী একজন মার্কিন বিপণন বিশেষজ্ঞ। তিনি মার্কেটিং ম্যানেজমেন্ট বই ছাড়াও আরও বিভিন্ন গ্রন্থের লেখক। তিনি এস.সি. জনসন এবং নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কেলোগ স্কুল অফ ম্যানেজমেন্টের ডিস্টিংগুইশ প্রফেসর। বিশ্বব্যাপী করপোরেট জগতে ড. ফিলিপকে মার্কেটিং জনক হিসেবে সম্মান করা হয়। নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশ প্রফেসর ড. ফিলিপ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত ১২টি সম্মানসূচক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি লাভ করেন তিনি। ১৯৯৮ সাল থেকেই প্রফেসর কোটলার বিশ্বের সেরা ৫০ জন ব্যবসায় ব্যক্তিত্বের মধ্যে অন্যতম।