প্রথম বই, প্রিয় জিনিস প্রিয় দান : আমার বিশ্বাস—এই গল্প পড়তে পড়তেই তুমি মুসআবকে ভালোবেসে খুঁজবে হাতের নাগালের প্রিয় জিনিসটি—দান করার জন্যে। হয়তো বাধা আসবে, কিন্তু সত্যি বলছি, তুমি বাধা মানতে চাইবে না। বাধাকে অতিক্রম করে তুমি ভাববে আপন মনে—কেনো আমি দান করবো না? আমার প্রিয় জিনিস?
দ্বিতীয় বই, দানের আকাশ ঝরে ঝরে : দানের আকাশ যে ঝরে—ইতিহাসে তার সুন্দর সুন্দর নজির আছে। মজার মজার কাহিনি আছে। ইতিহাসের সে-সব কাহিনি পড়তে পড়তেই তোমাদের মনে হবে—সত্যিই তো দানের আকাশ ঝরে ঝরে! তাহলে আমি এতো দিন দান করি নি কেনো?
তৃতীয় বই, আমিও বীর হতে চাই : বীরত্ব—মুমিনের একটি বিশেষ গুণ। যারা বীরপুরুষ সেনাপতি ও সমরকুশলী—এ -গুন তাদের থাকতেই হয়। আমাদের নবীজি ছিলেন শ্রেষ্ঠ সেনাপতি ও সমরকুশলী। সাহাবায়ে কেরামও ছিলেন আল্লাহর পথের সৈনিক ও বীরপুরুষ। ইসলামের দীর্ঘ বিজয়-ইতিহাসে অমন অসংখ্য বীর-কাহিনি ছড়িয়ে আছে। ওখান থেকেই এ-বইয়ে তোমাদের জন্যে তুলে এনেছি নির্বাচিত একগুচ্ছ সেরা কাহিনি। বন্ধু, এই যে তোমার সামনে গল্পগুলো আসবে একে একে—এখানে অনেক খোরাক পাবে তুমি, স-ব বীরত্বের। আশা করি—সবক নেবে বীরত্বের। শিখবে—দৃঢ়তা, অবিচলতা। আরও শিখবে—মানবতা, মহানুভবতা। স্বাগত তোমায় হে আগামী দিনের বীরপুরুষ।
চতুর্থ বই, তোমাদের রক্ত বৃথা যাবে না : বন্ধু, ফিলিস্তিনের এই বীরগাথা ও রক্ত কাহিনিই বাস্তবতার আলোকে তুলে ধরা হয়েছে এই বইয়ে। হাতে নাও, পড়তে শুরু করো। তুমিও একটু কাঁদো, দু-হাত তুলে মুনাজাত করো! অশ্রু ঝরাও! এ ছাড়া কী আর আছে তোমার দেওয়ার?
পঞ্চম বই, এই আমাদের ফিলিস্তিন : এই বইয়ে ফিলিস্তিনের প্রতি যে ভালোবাসা ঝরে ঝরে পড়েছে, সে ভালোবাসা আশ্চর্য দ্রোহ নিয়ে পাঠকের মনে সংক্রমিত হয়। জাগিয়ে তোলে আকসা-প্রেম। কুদস-প্রেম। গাজার প্রতি ভালোবাসা। না না। বজ্জাত ইহুদিদের জন্যে এ বইয়ে কিচ্ছু নেই—রাশি রাশি ঘৃণা ছাড়া!