কেমন হয় যদি ইংরেজি পড়ার সময় তোমার প্রিয় শিক্ষক তোমার পাশেই থাকে? প্রশ্ন করার আগেই তোমার সমস্যার সমাধান সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝায়। কখনো তোমার প্রশ্নে বিরক্ত হয় না। আচ্ছা প্রিয় শিক্ষকের ভূমিকায় কি কোন বই থাকতে পারে না? Self Study Grammar সিরিজের বইগুলো তোমার প্রিয় শিক্ষকের মতোই তোমাদের পাশে থেকে গ্রামারের জটিল বিষয়গুলোকে সহজে বুঝিয়ে দিতে বদ্ধপরিকর। প্রাইভেট টিউটর এর কাছে গিয়ে আর সময় ও অর্থের অপচয় করতে হবে না। এ সঙ্গী শিক্ষকটি সব সময় তোমার পাশে থাকবে, যখন খুশি তখন তুমি এর মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবে। Self-Study Grammar সিরিজের Completing Sentence বইটি একটি ব্যতিক্রমধর্মী প্রচেষ্টার প্রথম প্রয়াস। বইটিকে এমন ভাবে লেখার চেষ্টা করা হয়েছে যেন একজন শিক্ষার্থীকে Completing Sentence বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান দিতে পারে বইটি। আর মুখস্ত নির্ভরতা নয়, নয় কোন জটিলতার জালে নিজেকে আবদ্ধ করা। পরীক্ষায় ভালো করতে হবে পাশাপাশি ইংরেজির দক্ষতাও বাড়াতে হবে। এ দুটি বিষয়ই নিশ্চিত করবে এ বইটি। শুধু দরকার তোমার পড়ালেখার সফরে বইটিকে সাথে রাখা এবং নিয়মিত পড়া ও অনুশীলন করা।