পরম করুনাময় আল্লাহ পাকের নামে শুরু করিতেছি। সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু তায়ালার যিনি আমাদের অস্তিত্ব দান করেছেন। দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি যিনিকে দোজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। শান্তি বর্ষিত হোক তিনির পরিবার পরিজন এবং সাহাবীদের উপর যারা ইসলামের জন্য ত্যাগ করেছেন নিজেদের সর্বস্ব। উক্ত গ্রন্থখানি ৪ই এপ্রিল ২০০১ইং তারিখে খুব ক্ষুদ্র পরিসরে প্রকাশ করা হয়েছিল। তখন থেকেই আশা ছিল গ্রন্থখানি আরো একটু ব্যাপক পরিসরে প্রকাশ করার। যাই হোক মহান রাব্বুল আলামীনের দরবারে হাজারো শুকরিয়া যার অসীম রহমতের বদৌলতে উক্ত গ্রন্থখানি আগের চেয়ে আরো কিছুটা সমৃদ্ধ করে প্রকাশ করতে চেষ্টা করেছি মাত্র। এই প্রকাশনায় এমন কিছু বিষয় নিয়ে কাজ করতে পেরেছি যেগুলো নিয়ে কাজ করার স্বপ্ন ছিল দীর্ঘ দিনের। গ্রন্থখানি প্রকাশ করতে অনেকেই আমাকে বিভিন্ন তথ্য উপাত্ত প্রদান সহ নিজেদের লেখনী দিয়েও সহায়তা করেছেন। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ। তাছাড়া গ্রন্থখানি প্রকাশ করতে গিয়ে বিভিন্ন লেখকদের তথ্যসূত্রও ব্যবহার করা হয়েছে। মানুষ মাত্রই ভুল হয় তাই গ্রন্থখানিতে ভুল ভ্রান্তি থাকা অস্বাভাবিক কিছু নয়। তাই অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতি কারো নজরে পড়লে যে কোনো প্রয়োজনীয় গঠনমূলক পরামর্শ প্রদান করলে তা সাদরে গ্রহণ করা হবে।