মানুষ রহস্যপ্রিয় জাতি। সেই আদিকাল থেকেই যেকোনো রহস্যের প্রতি মানুষের আগ্রহ অসীম। রহস্যের দিকে আগ্রহ থাকলেও রহস্য সমাধানের আগ্রহ নেই বললেই চলে। তবুও মানুষ রহস্যপ্রিয়। রহস্যের সন্ধান পেলেই সেখানে ছুটে যায়, তা যেভাবেই হোক না কেন! বিজ্ঞানীদের মতে আজ থেকে ৫৫৪ কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয়েছে। বিজ্ঞান নিজের নিয়মে এগিয়ে গেছে। কিন্তু পৃথিবীর প্রতি পরতে পরতে রহস্য। আর এই রহস্যভেদে সম্পূর্ণভাবে বিজ্ঞান এখনো সফল নয়। পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যার কোনো সমাধান বা যুক্তিই দেখাতে পারেনি বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। রহস্যের প্রতি মানুষের আগ্রহ সীমাহীন। সৃষ্টির সেই আদিকাল থেকে মানুষ ছুটেছে রহস্যের পেছনে। সৃষ্টির শুরুতে সব কিছুই ছিল রহস্যে ঘেরা। আস্তে আস্তে মানুষের প্রযুক্তি উন্নত হয়েছে আর মানুষ খুঁজে বের করেছে তার কারণ। ৫০ বছর আগে যা আমরা কল্পনা করতে পারতাম না বর্তমানে প্রযুক্তির কারণে তা এখন ডালভাত। তবুও এমন কিছু রহস্যময় ঘটনা আছে যেগুলোর কারণ সম্পর্কে আজও ভালোভাবে জানা যায়নি বা অন্যভাবে বলতে গেলে ব্যখ্যাতীত তবুও বিজ্ঞানীরা সম্ভাব্য কিছু ব্যাখ্যা দিয়েছেন তাও অতটা স্পষ্ট নয়। এগুলো সাধারণত সুপার ন্যাচারাল বা অতিপ্রকত ঘটনা হিসেবে পরিচিত।