সাহিত্যের প্রতি তাঁর ভালোবাসা আছে বলেই ছাত্রজীবন থেকেই সাতিহ্যকে লালন করেন মনে প্রাণে। কবিতা, গল্প, ছড়া, উপন্যাস ও নাটক-নাটিকা শৈশবকাল থেকেই এই সাহিত্যপ্রেমীর মনোজগতে উন্মেষ ঘটতে থাকে। তিনি মূলত কবিতাতেই স্বচ্ছন্দবোধ করেন। তিনি বাস্তববাদী মানুষ, বাস্তববাদী কবি ও প্রতিবাদী কলমযোদ্ধা বটে। বর্তমান প্রজন্ম কবির লেখায় সার্থকতা খুঁজে পাবে। কবিকে বলা যায়- প্রেমের কবি দ্রোহের কবি। প্রেমময় বলা না বলা কথাগুলো, সেখান থেকেই শুরু। আজন্ম প্রতিভা থেকে সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর বিচরণ। ইতোমধ্যে বেশ কয়েকটি যৌথগ্রন্থ প্রকাশ পেয়েছে যেমন- ভালোবাসার একশত কবিতা, মায়ের কথা, ভাবের গান, ¯^রলিপি- শিরোনামের বই সহ তাঁর আরো গল্প ও উপন্যাস কবিতার বই প্রকাশের অপেক্ষায় আছে। সাহিত্যপ্রেমী মানব জাতি¯^ত্তার এই কবি ও সাহিত্যিক, মানবসেবা, সমাজসেবা এবং অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দেন। লেখালেখির জন্য দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে থেকে কাজ করে যাচ্ছেন। স্পেনে পত্র-পত্রিকায় ও সংবাদ মাধ্যমে বেশ পরিচিতি লাভ করেছেন। কবি তাঁর বন্ধ দুয়ারের লেখনির তালাকে খুলতে শুরু করেছে, তাইতো প্রকাশিত হতে চলেছে অগুছালো শব্দগুলো অক্ষরে অক্ষরে, ছন্দে ছন্দে মিলিত হয়েছে। কী প্রাঞ্জল তার কথামালা, প্রেমময় ভাষাগুলো। মা, মাটি, দেশপ্রেম, দুঃখ-বেদনা, প্রকৃতি, ব্যক্তি সবকিছু ফুটে উঠেছে যেন তার লেখনির মাঝে। তাই আমার বিশ্বাস এবারের একক বইটি পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। পাঠক হারিয়ে যাবে প্রতিটি কবিতার স্রোতে। মোহে মুগ্ধ হবে। কবির সর্বাঙ্গীন সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি। সৈয়দা হাবিবা মুস্তারিন সংগঠক, গবেষক ও সাহিত্যিক
আনোয়ার হোসেন ১৯৭৭ সালে ডিসেম্বর মাসে লক্ষ্মীপুর জেলায় রামগঞ্জ উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা : সেকেন্দার মিয়া ও মাতা : নুর নাহার বেগম। পিতা পেশায় একজন জাতি গড়ার কারিগর ছিলেন। মাতা সু-গৃহিণী। নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করেন। ক্রমান্বয়ে রামগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ থেকে বিকম শেষ করেন। কর্মজীবনের প্রথমে তিনি বাবার পেশায় দিক বিবেচনা করেন, একজন শিক্ষক সকলের কাছে সম্মানিত ব্যক্তি তাই নিজেকে শিক্ষকতা পেশায় জড়িয়ে নেন। পরবর্তীতে ব্যবসাকে পেশা হিসেবে বেছে নেন। পরিবার পরিজনের কথা ভেবে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে গড়ে তোলেন। কয়েক বছর পর উন্নত জীবন গড়ার লক্ষে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত দেশ সু-দূর স্পেনে পাড়ি জমান এবং সেখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। কবি আনোয়ার হোসেন পেশায় ব্যবসায়ী আর নেশায় লেখালেখির চর্চা করা। লিখতে ভালোবাসেন আর এই লেখালেখিই তার জীবনের অক্সিজেন বলে মনে করেন। ব্যক্তিগত জীবনে তিনি তাঁর সহধর্মী সারমিন আক্তার (চিনু) সহ তিন সন্তান, ১ ছেলে ও ২ মেয়েকে নিয়ে বেশ সুখে ও শান্তিতে প্রবাস জীবন যাপন করছেন। সংগ্রামী এই লেখক শত প্রতিক‚লতার মাঝেও লেখালেখিতে নিজেকে নিয়োজিত রেখেছেন। পাশ্চাত্যে বসেও নিজের মাতৃভাষা বাংলাকে আরো প্রসারিত করার জন্য চর্চা করে যাচ্ছেন। স্কুল জীবন থেকেই লেখালেখির হাতেখড়ি। তারই ধারাবাহিকতায় সে প্রবাসে থেকেও নিজের ভাষায় লেখালেখির চর্চা করে যাচ্ছেন।