মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া। সকলের আন্তরিকতা ও ভালোবাসায় সিক্ত হয়ে প্রকাশিত হলো সাহিত্য ব্যঞ্জন (ডিসেম্বর/২০২৩)। এটি সাহিত্য ব্যঞ্জন কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী (১ম বর্ষ, ২য় সংখ্যা)। প্রথম যাত্রায় ১ম বর্ষ, ১ম সংখ্যাটি ছিল অনেক ভুল-ত্রুটি সম্পন্ন। আমি সম্পাদক হিসেবে আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী। তবুও আপনারা সকলে ভালোবেসে গ্রহণ করেছেন, তাই আমি আন্তরিক কৃতজ্ঞ। এবারের সংখ্যায় পূর্বের ভুলগুলোর যেন পুণরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে খুব সচেষ্ট ছিলাম। তবুও মানুষ মাত্রই ভুল করে এবং এবারের সংখ্যাও আপনাদের লেখায় সমৃদ্ধ, তাই অনিচ্ছাকৃত ভুলত্রুটি আশা করছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে গ্রহণ করবেন। ডিসেম্বর মানেই আমাদের অর্জিত বিজয়ের মাস। এ মাসের সম্মানে আমাদের এবারের আয়োজন ৫২ জন লেখক এবং ফটোগ্রাফেরর ৭১টি কন্টেন্ট নিয়ে। সকলে প্রতিটি গল্প, কবিতা, ছড়া, ছবি ইত্যাদি উপভোগ করবেন এই প্রত্যাশা। আরও প্রত্যাশা থাকছে আপনারা আমাদের এই সাহিত্য চর্চার অন্যতম প্লাটফর্ম ফেসবুক ভিত্তিক গ্রুপ “সাহিত্য ব্যঞ্জন” এ নিয়মিত থাকবেন। আমাদের সাথে এবার যুক্ত হয়েছেন একঝাঁক উদ্যোমী লেখকবৃন্দ, যুক্ত হয়েছেন ওপার বাংলার লেখকও। আমি তাদের সহ এই সাময়িকীর সকল লেখক এবং ফটোগ্রাফার কে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আমি আরও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সকল পাঠক কে, যারা আছেন বলেই সাহিত্য ব্যঞ্জন এগিয়ে চলার অনুপ্রেরণা পায়। আপনারা পাশে আছেন, পাশে থাকবেন। আপনাদের নিয়েই এগিয়ে যাবে সাহিত্য ব্যঞ্জন। সাহিত্যের সাথে, আগামীর পথে…
শেখ সোহেল রানা কথা সাহিত্যিক। নাম মো. বশির উল্লাহ, তবে শেখ সোহেল রানা নামেই অধিক পরিচিত। মৃত্যুর পরেও অনন্তকাল বেঁচে থাকার এক অদম্য ইচ্ছেতেই লেখালেখির চেষ্টা। বাস্তব জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা-ই লেখালেখির মূল উৎস। মূলত থ্রিলার জনরার উপন্যাস লিখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন, পাশাপাশি লিখেন সমকালীন গল্প ও কবিতা। জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বন্দরনগরী চট্টগ্রামে। বর্তমানে মানসিক প্রশান্তি নিয়ে সবুজে ঘেরা মনোরম প্রকৃতির পার্বত্য রাঙ্গামাটির বেতবুনিয়াতে স্থায়ী বসবাস। বাবা মো. বোরহান উল্লাহ এবং মা পারভীন আক্তারের তিন সন্তানের মধ্যে বড় সন্তান। স্ত্রী রেহানা বশির রেনু, একমাত্র পুত্র আশহাব বশির আরিক এবং একমাত্র কন্যা আনজুম বশির আদিবাকে নিয়েই লেখকের যাপিত জীবন। ২০১৮ সালে প্রকাশিত প্রথম বই অপেক্ষা এবং ভালোবাসা দিয়েই যাত্রা শুরু। একক বইয়ের পাশাপাশি লিখেছেন বিভিন্ন সংকলনে।