প্রেম, জীবনানুভূতি আর তারুণ্যের আবেগ নিয়ে লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করা লেখক লিয়াকত হোসেন খান সুমন জন্মসূত্রে ঢাকার অধিবাসী। পিতা মরহুম জেড. এইচ. মিন্টু জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব, মাতা লাইলুন নাহার অবসরপ্রাপ্ত সরকারি ভূমি কর্মকর্তা এবং একমাত্র বড় বোন গৃহিণী। ব্যাংক কর্মকর্তা স্ত্রী ও দুই পুত্র সন্তান নিয়ে তাঁর সংসার। তিনি সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল থেকে মাধ্যমিক, তেজগাঁও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে বি.বি.এ এবং এম.বি.এ সম্পন্ন করেন। জীবনের দীর্ঘ সময় সঙ্গীত জগৎ এর বাসিন্দা থাকলেও বর্তমানে রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্পের সাথে পেশাগত ভাবে জড়িত। অনলাইন প্ল্যাটফর্মে লেখালিখির পথ ধরে লেখকের সাহিত্য যাত্রা শুরু। গত অমর একুশে বইমেলা-২০২৩ তে লেখকের প্রথম একক কাব্যগ্রন্থ “কফিতে ‘ক’ বিহীন চুমুক” প্রকাশিত হয়, যা সর্ব মহলে প্রশংসিত হয়েছে। আসছে অমর একুশে বইমেলা-২০২৪ উপলক্ষে লেখকের এই গল্পগ্রন্থ ছাড়াও আরো প্রকাশিত হচ্ছে অণুকাব্য এবং কথোপকথন সিরিজ “ইউ এন্ড মি”। আজন্ম প্রিয় কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, কবি হেলাল হাফিজের লেখাও লেখকের অনুপ্রেরণার অন্যতম উৎস। পাশাপাশি তিনি হুমায়ূন আহমেদ, মাসুদ রানা সিরিজ, ওয়েস্টার্ন অ্যাডভেঞ্চার এবং শার্লক হোমসের অন্ধভক্ত। লেখকের আরো গল্পগ্রন্থ, অণুকাব্য গ্রন্থ এবং প্রেমের উপন্যাস প্রকাশের প্রক্রিয়াধীন রয়েছে।