বৃটিশ ভারতে বন সংরক্ষণের যে বিশেষ যে আইনটি প্রণয়ন করা হয় তার নাম The Government Forests Act, 1865 (Act No. VII of 1865)। এ আইনে স্থানীয় সম্প্রদায়ের বনের উপর বিদ্যমান অধিকার বিবেচনার জন্য এবং বনের রাষ্ট্রীয় অধিগ্রহণের জন্য বিস্তারিত বিধান ছিল না। সে প্রেক্ষিতে The Indian Forest Act, 1878 (Act No. VII of 1878) প্রণীত হয়। পরবর্তীতে বন সংরক্ষণের জন্য ফরেস্ট অফিসারগণের ক্ষমতা বৃদ্ধি করে The Indian Forest Act, 1927 (Act No. XVI of 1927) প্রণয়ন করা হয়। বৃটিশ আমলে প্রণয়নের পর পাকিস্তান আমল পর্যন্ত আইনটি সময় সময় বহু দফা সংশোধন করা হয়েছে। এ আইনটি The Bangladesh Laws (Revision and Declaration) Act, 1973 (Act No. VIII of 1973) এবং The Bangladesh Laws (Revision and Declaration) (Amendment) Act, 1974 (Act No. LIII of 1974) দ্বারা প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বাংলাদেশে The Forest Act, 1927 (Act No. XVI of 1927) নামে কার্যকর আছে। ১৯৮৯ সালে The Forest (Amendment) Ordinance, 1989 (অধ্যাদেশ নং ১১, ১৯৮৯)' দ্বারা এ আইনের ব্যাপক সংশোধন আনা হয় যার মধ্যে কতিপয় অপরাধের দণ্ডের মেয়াদ বৃদ্ধি, কতিপয় অপরাধ আপস-অযোগ্য এবং জামিন-অযোগ্য ঘোষণা, বন মামলা পরিচালনার জন্য বন বিভাগীয় বন মামলা পরিচালক নিয়োগের বিধান সংযোজন অন্যতম। অধ্যাদেশটি সংসদে The Forest (Amendment) Act, 1990 (১৯৯০ সনের ৮ নং আইন) রূপে পাশ হয়।