প্রশাসন পরিচালনার জন্য বিখ্যাত গ্রন্থগুলোর উল্লেখ করতে গেলে সিয়াসাতনামার নাম সর্বপ্রথমেই উচ্চারিত হয়। যদিও পশ্চিমা আগ্রাসনের কারণে আমাদের দেশে বর্তমানে এরিস্টোটলের পলিটিক্স, প্লেটোর রিপাবলিক, চাণক্যের অর্থশাস্ত্র এবং ম্যাকায়েভেলীর দ্যা প্রিন্স এখন বেশি পরিচিত। একসময় সালজুক সালতানাতের উজির নিজামুল মুলক-এর রচিত সিয়াসাতনামাই বেশি পাঠ্য ছিল। সাংস্কৃতিক ও রাজনৈতিক আগ্রাসনের কারণে আমরা আমাদের স্বর্ণযুগ ভুলে গেছি, এই ভুলের কারণেই হারিয়ে ফেলেছি আমাদের ইতিহাস ও ঐতিহ্য। আর এ কারণেই, আমাদের দেশে সিয়াসাতনামা এখন আর পাওয়া যায় না। নোমান সাদিক এ শূন্যতা পূরণের কাজে এগিয়ে এসেছেন। তিনি সিয়াসাতনামার বিশাল কলেবর থেকে সারাংশটুকু তুলে ধরেছেন সিয়াসাতনামার সারসংক্ষেপ বইতে। বইটিতে মূল বইয়ের উদাহরণ ও বিভিন্ন ঘটনার ঘনঘটা বাদ দিয়ে শুধু নিজামুল মুলকের নির্দেশনাটুকু রেখেছেন এবং নিজের সরল ভাষায় তা উপস্থাপন করেছেন পাঠকের জন্য। একই সাথে পরিশিষ্টতে যুক্ত করেছেন নিজামুল মুলকের সংক্ষিপ্ত জীবনী, চাণক্য-ম্যাকায়াভেলীর সাথে নিজামুল মুলকের গ্রন্থের তুলনামূলক পযালোচনা এবং ইসলামী রাষ্ট্রনীতি ও নিজামুল মুলকের সংযোগ। বইটি বাংলা পাঠকদের তৃষ্ণা কিছুটা হলেও নিবৃত করতে সক্ষম হবে বলে আশা করছি।