মুক্তচিন্তাই মানুষকে সাহিত্য চর্চা কিংবা লেখালেখির জগতে ধাবিত করে, তবে কোন কারণ ছাড়াই এই শিল্পে পদযাত্রা হতে পারে । সামাজিক দায়বদ্ধতা, দেশপ্রেম এমনকি মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় চেতনা থেকেও এই জগতে বিচরণে ভুমিকা রাখে। যদিও মেধা চর্চা , মেধা লালন ও মেধা স্বত্ব সংরক্ষনে রাষ্ট্রীয়ভাবে আর্থিক প্রণোদনা অথবা পৃষ্ঠপোষকতা না থাকলেও এই জগতে যারা নিজেদের শ্রম ও সময় বিনিয়োগ করে যাচ্ছেন, তাদের প্রতিও আমাদের দৃষ্টি নিবেদন এবং শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে । সমসাময়িক বিষয়গুলো তো আমাদের সবসময় ভাবিয়ে তুলে । কেননা অনিয়ম আর দুর্নীতির কাছে নতজানু মানুষগুলো নিজেদের পরিবর্তন তো করতে পারেনি, বরং মহামারী কোভিডকে হাতিয়ার করে মানুষের প্রতারণা করেছে অর্থলোভী শ্রেণি । করোনা ভাইরাস সমাজ ও দেশের তথা বিশ্বের চিত্র বদলে দেবে এ প্রত্যাশা ক্রমশ মিথ্যা প্রমাণিত হচ্ছে। কারন একটি দেশের মুষ্টিমেয় ব্যক্তির চিন্তা চেতনা সবাই ধারন করবে সে আশা পোষণ করাও মনে হয় এক ধরনের বোকামি। বিশেষ করে আমাদের মত উন্নয়নশীল দেশের সামাজিক , রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্র গুলোতে ক্ষমতার অপব্যবহার অভ্যাসে পরিনত হয়েছে । তাই কবিতা, উপন্যাস বা সাহিত্য চর্চা কিংবা শিক্ষার মাধ্যমে যতই চেষ্টা করি না কেন সচেতনতা এবং বিবেক এর উত্তরন না হলে, ধর্মীয় ও মানবিক মূল্যবোধের জাগরণ না ঘটলে কাঙ্ক্ষিত সমাজ ও দেশ গঠনের মাধ্যমে মানুষের মুক্তি নিশ্চিত করা একটা কঠিন কাজ বলেই আপাত মনে হচ্ছে ।তারপরও মুক্তবুদ্ধি চর্চাই জাতিকে সঠিক ও সম্ভাবনার পথ দেখায় ।