কবি ও লেখক এস এম সোলায়মান যাঁহার ছদ্মনাম উইলিয়াম রেক্স উইশ ১৯৬০ সালে শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। কবি বিবেকের নামকরণে যে বাক্যটি লিখেছিল উহা ছিল ১৯৯৮ সালের বিশ্বকাপ খেলা উপভোগ করে খেলা পরিচালনাকারী ব্যক্তিত্বের সমালোচনা করে। যদিও অনেক চেষ্টা করে বাংলা কাব্যছন্দে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। তখন নিজেকে নিজে তির্যক সমালোচনা স্বরূপ বলেছিলাম, মন বাংলায় প্রকাশ করতে পারছ না বুঝলাম, তবে ইংরেজিতে পার কি ? ঠিক সেই মুহূর্তে মন কলমকে এমনভাবে পরিচালনা করছিল, আমি কোনো প্রকারেই কলমকে থামিয়ে রাখতে পারছিলাম না। কোথা থেকে শব্দ আসছিল, কোথা থেকে ছন্দ আসছিল আর ছন্দের মিল আসছিল তা আমি ঐ মুহূর্তে কিছুই আন্দাজ করতে পারছিলাম না, লিখে ছিলাম ইংরেজিতেই। আমি কি জানতাম, আমার ইংরেজি লেখা পাঠকদের নিকট দুর্বোধ্য হয়ে উঠবে ? তাই বাধ্য হয়ে ছন্দকে আবার বাংলা কাব্যে রূপান্তরে মননিবেশ করলাম। তা না হলে আমার চেষ্টা ব্যাহত হবে কেননা বিবেকের প্রচার বিবেকের নিকটই কাম্য, না হলে তা ব্যর্থ প্রচেষ্টা হয়ে থাকবে। তাই বিবেকের সঞ্চালন রুপে রুপান্তর করে দিলাম। যদি পাঠকদের বোধগম্য হয় তবেই আমার চেষ্টা সার্থক মনে করবো।