আপনি ব্যবসা করছেন? নানারকম ঝক্কি ঝামেলায় খুব একটা সুবিধে করে উঠতে পারছেন না? ম্যাসিভ অ্যাকশন প্রয়োগ করুন। দেখবেন কীভাবে আপনার সামনের বাধাগুলো সরে যাচ্ছে একের পর এক, আপনার ব্যবসায় উন্নতি করার স্বপ্ন পূরণ হচ্ছে। ম্যাসিভ অ্যাকশন হলো ব্যাপক কাজকর্ম। মানে আপনি যা চান তা না পাওয়া পর্যন্ত তার পেছনে ধারাবাহিকভাবে লেগে থাকা। ব্যবসায় হোক আর যে কোনো উপার্জনমূলক কাজে হোক, বেশিরভাগ মানুষই বড়ধরনের পদক্ষেপ নিতে চায় না। নিলেও সেসব নেহাত ছোটখাট পদক্ষেপ। মাঝে মাঝে কেউ হয়তো দু’একটা মাঝারি বা বড় পদক্ষেপ নেয়া হয় যদি আপনি বড় লক্ষ্যের পেছনে থাকেন, তাহ,তলে ছোটখাট বা মাঝারি পদক্ষেপে সন্তুষ্ট হবেন না। পরবর্তী স্তরে পৌঁছানোর জন্যে আপনাকে অবশ্যই লোভনীয় ৪র্থ ডিগ্রি কর্মটি বুঝতে হবে। এই ৪র্থ ডিগ্রির কাজ বা পদক্ষেপটি 10X নিয়ম নামেও পরিচিত। এটা কর্মের সেই স্তর, যা কোম্পানি এবং ব্যক্তিদের তাদের লক্ষ্য এবং স্বপ্ন উপলব্ধি করার নিশ্চয়তা দেয়। 10X নিয়মটি ‘ম্যাসিভ অ্যাকশন-এর নীতি উন্মোচন করে, যা আপনাকে আপনার স্বপ্নে পৌঁছানোর জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণের সময় ব্যবসায়িক ক্লিচ এবং ঝুঁকিবিমুখতার মাধ্যমে বিস্ফোরিত হওয়ার সাহস যোগায়। 10X নিয়মের সাথে ব্যাপক পদক্ষেপ নিন, আপনার ব্যবসায়িক সমীকরণ থেকে ভাগ্য এবং সুযোগের অজুহাত সরিয়ে দিয়ে ব্যাপক সাফল্য অর্জন করুন। আপনি আপনার লক্ষ্য অতিক্রম নিশ্চিত করতে ‘প্রচেষ্টার অনুমান’ গণনা শিখুন। চতুর্থ ডিগ্রিকে জীবনের একটি উপায় করুন এবং মধ্যমতাকে অস্বীকার করুন। ম্যাসিভ অ্যাকশনের যাদুকরি অ্যাকশন আয়ত্ত করতে এই বইটি আপনাকে পড়তেই হবে।