প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তোমরা অনেকেই এখন অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেছো। তোমরা খুব ভালোভাবেই জানো, বুয়েট ভর্তি পরীক্ষায় গণিত অংশের বিগত বছরের আসা প্রশ্নগুলি খুব ভালোভাবে বুঝে সমাধান করতে পারলে ৭০-৮০ পার্সেন্ট প্রস্তুতি হয়ে যায়। প্রস্তুতির শুরুতে সবাই এই প্রতিজ্ঞা নিয়ে প্রস্তুতি শুরু করলেও ভর্তি পরীক্ষার্থীদের একটা -বড় অংশের এই কাজ করা হয়ে ওঠে না। তার কারণ হল পর্যাপ্ত ব্যাখ্যাসহ সমাধানযুক্ত বইয়ের অভাব। যার ফলস্বরূপ ভর্তি পরীক্ষায় প্রশ্ন সরাসরি কমন/টাইপ কমন পেলেও বেশীরভাগ শিক্ষার্থী সঠিক উত্তর করতে সক্ষম হয় না। এই সমস্যা দূর করতে আমরা বুয়েট ভর্তি পরীক্ষার বিগত ১৪ বছরের গনিত অংশের প্রতিটি প্রশ্নকে ৫ টি ধাপে ভাগ করে পর্যাপ্ত ব্যাখ্যাসহ সমাধানযুক্ত বই তৈরি করেছি। Concept: এই অংশে প্রশ্নটি বইয়ের কোন শিখনফল থেকে প্রাপ্ত তা লিখা হয়েছে। Process: প্রশ্নের উত্তর অনেক সময় দেখে বুঝা যায় না কিভাবে সমাধান করা হয়েছে। এই Ans: কোনো প্রশ্নের উত্তর অনেকভাবে করা যায়। আমরা চেষ্টা করেছি সবথেকে সহজ পদ্ধতিতে সমাধান করার। অংশে প্রশ্নটি কোন ধাপ এর পর কোন বাপ করা হয়েছে তা সহজ করে ব্যাখ্যা করা আছে। আর যে প্রশ্নের একাধিক সহজ সমাধান হয়, বিকল্প পদ্ধতির সমাধানও আমরা যুক্ত করেছি। ব্যাখ্যাঃ এই অংশে সংশ্লিষ্ট প্রশ্ন সম্পর্কিত থিওরি/গাণিতিক সূত্রাবলির ব্যাখ্যা করা হয়েছে। অনুরূপ প্রশ্নঃ সবশেষে পরীক্ষায় আসা প্রশ্নের অনুরূপ প্রশ্ন যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে আমরা জটিলতা বর্জন করে স্ট্যান্ডার্ড মানের যেসকল প্রশ্ন হতে পারে সেগুলো যুক্ত করেছি। আশাকরি, বইটি তোমাদের গনিত অংশের ভর্তি প্রস্তুতিকে সহজ করে তুলবে।