ভূগোলও শোষণের তারতম্য ঘটায়। যেমন ধর্ম, যেমন লিঙ্গ। সেই সাথে নির্যাতনেরও। সমতলের নির্যাতিত পাহাড়ে গিয়ে নির্যাতকের ভূমিকায় অবতীর্ণ হয়। বাইরে নির্যাতিত পুরুষ ঘরে গিয়ে স্ত্রী-নির্যাতক বনে যায়। ধর্মীয় সংখ্যালঘুর বাস্তব এবং মানসিক ভীতি তো শত শত বছরের বাস্তবতা। সে কারণেই খোকন দাসের গল্পগ্রন্থের নাম হয় 'পাহাড় ও সমতলের গল্প'। এ বইয়ের গল্পগুলো প্রথাগত আলুলায়িত আবেগের আখ্যান নয়। দ্বান্দ্বিকতার কষ্টিপাথরে মাপা প্রতিটি গল্প। খোকন দাসের এ অনন্যতা অর্জন কাকতালীয় নয়। সকল নির্যাতন এবং নির্যাতকের বিরুদ্ধে পথে-মাঠে-গ্রামে-শহরে প্রত্যক্ষ সংগ্রামের অভিজ্ঞতা থেকে নির্মিত হয়েছে তার গল্পগুলি। এ বইতে মাত্র ছয়টি গল্প। কিন্তু খোকন দাসের বলার কথা অনেক। তাই প্রতিটি গল্পেই আনতে হয়েছে অনেক অনেক চরিত্র। সেই চরিত্রগুলোর মধ্যে কোনো-না-কোনোটির সাথে পরিচিত হয়ে পাঠক হয়তো চমকে উঠবেন। কারণ তার সাথে খুঁজে পাওয়া যায় নিজের মিল। কখনও বা খুব পরিচিত কারও আদল। কারণ এসব মানুষই আমাদের সমাজে সিংহভাগ, দেশেও। খোকন দাস গল্প বলেছেন। তবে বলেছেন শিল্পের দায় স্বীকার করে। গল্পগুলিকে তাই বলা যায় সাধারণ মানুষের শিল্পিত রূপায়ণ। সমাজচেতনা এবং শিল্পচেতনার যৌথ অবস্থান গল্পগুলিতে। প্রিয় পাঠক, খোকন দাসের কথাশিল্পের ভুবনে আপনাকে স্বাগতম। [ফ্ল্যাপ । জাকির তালুকদার । কথাসাহিত্যিক]