প্রায় ৭০০০ জীবনঘনিষ্ঠ ও আধুনিক ফাতাওয়া সন্নিবেশিত ৫ খণ্ডের বৃহৎ সংকলন ‘নির্বাচিত ফাতাওয়ায়ে মাদানিয়া’। যাত্রাবাড়ী বড় মাদরাসার দীর্ঘকালীন গবেষণার ফসল এই সংকলন। মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান দা. বা. বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামি স্কলার। বর্তমানে তিনি বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ অথরিটি হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান ও বেফাকের সভাপতি। তিনি প্রায় অর্ধ শতাধিক বই লিখেছেন। তার রচনা-বক্তৃতা পুরো বিশ্বে মুসলিম উম্মাহর ব্যাপক উপকার ও কল্যাণ সাধন করছে। শায়খের তত্ত্বাবধায়নে পরিচালিত দেশের স্বনামধন্য যাত্রাবাড়ি বড় মাদরাসার ফতোয়া বিভাগের দীর্ঘকালীন গবেষণা ও সম্মিলিত প্রয়াস বলেই সংকলনটি গ্রহণযোগ্যতা লাভ করেছে। বইটিতে প্রায় ৭০০০ জীবনঘনিষ্ঠ সব ধরনের মাসআলা-মাসায়েল এবং আধুনিক সমস্যাবলির সমাধান তুলে ধরা হয়েছে। পাশাপাশি মুদ্রাব্যবস্থা, হা’লা’ল-হা’রা’ম, ক্রয়-বিক্রয়, ব্যাংকিং ব্যবস্থা, পবিত্রতা অর্জন, কাজা-নামাজ, ট্রাফিক-দুর্ঘটনা, মাতৃদুগ্ধ পান, আমদানি-রপ্তানি, মুদারাবা, যাকাত, পশু জবাই, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, অনলাইন ট্রে’ডিং, মোবাইল ও ইন্টারনেট, হা’রা’ম বস্তু দিয়ে চিকিৎসা, মানব-অঙ্গ প্রতিস্থাপন ইত্যাদি বিষয়ে উদ্ভূত বিভিন্ন অবস্থার বিশ্লেষণ অত্যন্ত সুচারুরূপে স্থান পেয়েছে ৫ খণ্ডে রচিত তিন হাজার পৃষ্টার এই বিশাল সংকলনটিতে।