মানবেন্দ্রনাথ সাহার কবিতার প্রধান বিষয় প্রেম। প্রেমকে তিনি দেখেছেন মূল্যবোধ বিনির্মাণের জায়গা থেকে। শত বিপন্নতার মধ্যেও আত্মচিহ্ন খোঁজেন প্রেমে-না-প্রেমে। 'অভিমানে আমি এক জল ভরা নদী' হ'লেও যন্ত্রণাকে রূপ দেন শ্লেষে 'আমার প্রেম ছিল পাগলামী / আমার সেরে গেছে ছ্যাবলামো।' সরসতায় জানান- 'প্রেমের জন্য হ'তে পারে কবিও বজ্জাত।' আবার এক ধরনের বিষাদবোধ তাঁর মধ্যে কাজ করে। এই বিষাদ কবি ভোলেন প্রেমসম্পর্কিত মূল্যবোধের দায়বদ্ধতায়। সোল্লাসে ঘোষণা করেন ভালোবাসার কাছে তাঁর অনন্ত ঋণের কথা। বাসভূমির প্রতি দায়বদ্ধ থেকে জানান, 'জীবন- বৃক্ষের কাছে আজন্ম ঋণ-আমার।' প্রেমের তাগিদে সাবধান করেন কাউকে, কষ্টের সীমা পরিমাপ করেন আর নিজের সীমাবদ্ধতা জেনেও পরম মমতায় বলে ওঠেন- 'আমি তো সিদ্ধার্থ নই, তবু চুলে হাত ওঠে নির্ভর পরম মমতায়।' রূপ-অরূপের 'মিথ' নির্মাণ করেন 'সর্বনাশী সুদর্শনা / এমনি ক'রেই গিয়েছ ভুলে গোপন রাজা।' নষ্ট হ'তে কষ্ট হ'লেও কষ্ট প্রশমনের অনুভবে মানবেন্দ্রনাথ সাহার কবিতা বাংলা সাম্প্রতিক কবিতায় নোতুন স্বাদ বহনকারী- 'ভালোবাসার জন্য যেন / একটি জীবন যথেষ্ট নয়, দু'চারটে জীবন পেলে / রাত্রি ছেনে আলো বানায়।' ।। মানবেন্দ্রনাথ সাহাঃ- জন্ম ১৯৬৫ সালের ৩০ নভেম্বর মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে। বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান। অধ্যাপনার সঙ্গে দীর্ঘ তিন দশক ধরে চলচ্চিত্র, সাহিত্য ও চিত্রনাট্যের সম্পর্ক নিয়ে কাজ করে আসছেন। চলচ্চিত্র বিষয়ে তাঁর গ্রন্থ সংখ্যা পাঁচ। চিত্রনাট্য: সাহিত্যের নতুন ভুবন, মৃণাল সেন চলচ্চিত্রের সন্ধানে তার অন্যতম চলচ্চিত্র বিষয়ে গবেষণার পাশাপাশি তিনি কবি। মৌলিক কবিতার পাশাপাশি অনুবাদ কবিতার কাজেও সমান সাবলীল। হিন্দি সিনেমার গীতের কবিতায় রূপান্তর রৌদ্রবতী সকালবেলা তাঁর উল্লেখযোগ্য কাজ। শেষ করেছেন গুলজারের নির্বাচিত কবিতার অনুবাদ। হিন্দি সিনেমার শক্তিশালী অভিনেত্রী দীপ্তি নাভালের কবিসত্তাকে তিনি প্রথম বাঙালি পাঠকের সামনে আনলেন লমহা লমহা কাব্যের অনুবাদের মধ্য দিয়ে। মানবেন্দ্রনাথ নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। মৃণাল সেন চলচ্চিত্রের সন্ধানে (২০২০) বইটির জন্য পেয়েছেন মুজফ্ফর আহমদ স্মৃতি পুরস্কার। সখ: সাত ও আটের দশকের হিন্দি সিনেমা ও গানে মগ্ন হয়ে থাকা। মানবেন্দ্রনাথ সাহা-র প্রেমের কবিতা তাঁর তিনটি কাব্য 'চৌকাঠে নিষিদ্ধ আলপনা', 'দহনগাথা', 'কাছারি বাড়ি' থেকে মূলত সংকলিত হয়েছে। তাঁর বাইরে কয়েকটি অগ্রন্থিত কবিতাও এখানে আছে।